বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ নভেম্বর, ২০১৫, ০৫:১১:৪৭ বিকাল
দেশে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের সার্বিক শিক্ষাব্যবস্থায় অনেক অগ্রগতি হয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষার অগ্রগতিও কোন অংশে কম নয়। শিক্ষার মান আরও বাড়াতে হবে। একে এমনভাবে উন্নত করতে হবে, যা হতে হবে বিশ্বমানের।
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। দেশের উচ্চশিক্ষার গুণগত মান ও সার্বিক শিক্ষাব্যবস্থায় অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উচ্চশিক্ষায় গবেষণার জন্য নতুন কিছু আবিষ্কার করতে হবে; যা হবে মানুষের জন্য কল্যাণকর। আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার মানের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও আমাদের সফলতা কম নয়। আমরা প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় অনেক সফলতা অর্জন করেছি। আমাদের প্রাথমিক শিক্ষার হার বেড়েছে। এখন শিক্ষায় কোন বৈষম্য নেই। ছেলে-মেয়ে, সবাই সমানভাবে শিক্ষা অর্জন করতে পারছে। গত কয়েক বছরে শিক্ষায় যুগান্তকারী সাফল্য এসেছে। প্রাথমিকে প্রায় ৯৯ শতাংশ শিশু ভর্তি হচ্ছে। ঝরেপড়া আগের তুলনায় অনেক কমেছে, তবে ঝরেপড়া রোধ করা এখনও চ্যালেঞ্জ। সরকার উচ্চশিক্ষাকে একটি অনন্য মাত্রায় নিয়ে যেতে চায়। আগামী ছয়-সাত বছরে দেশের উচ্চশিক্ষায় ছাত্রছাত্রী সমতা অর্জিত হবে। আজ যারা উচ্চশিক্ষায় অধ্যয়নরত, তারা সামনের সারিতে আছেন। তারা যাতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে পারেন, সেভাবেই গড়ে তুলতে হবে। সরকার সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিষয়: বিবিধ
৭৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন