অনিশ্চয়তার অন্ধকার কাল মেঘ কেটে গেছে ওষুধশিল্পে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:৫৩:৩০ বিকাল
ওষুধের মেধাস্বত্বে আরো ১৭ বছরের জন্য ছাড় পাওয়ায়, অনিশ্চয়তার অন্ধকারের কাল মেঘ,আশঙ্কা, সংশয় কাটিয়ে নতুন উদ্যম আর উচ্ছ্বাস কাজে লাগিয়ে দেশের ওষুধশিল্প আরো দ্রুত উন্নতির চরম শিখরের পথে । বিনা মূল্যে মেধাস্বত্ব সংগ্রহের সুবিধা বাতিল হওয়া নিয়ে এই উৎকণ্ঠা। বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক স্বল্পোন্নত দেশগুলোর জন্য ওষুধের মেধাস্বত্বে আবারও ছাড় দেওয়ার খবরে এমন স্বস্তি নেমেছে। বর্তমানে একই সুবিধা ভোগ করে বিনা মূল্যে জেনেরিক ওষুধের মেধাস্বত্ব এনে কপি করে এর ভিত্তিতে দেশের সব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ওষুধ তৈরি ও বাজারজাত করা হয়। এর আগে ১০ বছরের জন্য সুবিধাটি পরিপূর্ণভাবে ব্যবহারের সুযোগটি কাজে লাগাতে না লাগাতে সময় পেরিয়ে গেছে। তাই এবার সুবিধাটি আগের তুলনায় অনেক বেশি মাত্রায় সহজে কাজে লাগাতে পারব ওষুধশিল্প । আগামী ১৭ বছরে হয়তো বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতারে আর থাকবে না, তার আগেই উন্নত দেশের ক্যাটাগরিতে উঠে যাবে। তখন আমরা আর এই বিনা মূল্যে সুবিধা ভোগ করতে পারব না। তাই ওষুধশিল্পেকে খুব দ্রুত এ সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর ভিত্তিটা মজবুত করে তুলতে হবে। এমনকি আমাদের চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে ওষুধের জেনেরিক বা কোনো কাঁচামালের জেনেরিকের মেধাস্বত্ব নিজেদের দেশ আবিষ্কার করার। যাতে বিদেশের মুখাপেক্ষী হতে না হয়,আশা করি আমরা তাও পারব।’ মেধাস্বত্ব ফেরানোর জন্য সরকারের ব্যাপক তৎপর কারনে এটা ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন