আমাদের গর্ব, আমাদের আশা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ নভেম্বর, ২০১৫, ০৩:২৯:০৬ দুপুর



অমিত সম্ভাবনার অফুরন্ত ভান্ডার আমাদের সকলের প্রিয় স্বদেশ – মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের রত্নগর্ভা মায়েদের কৃতি সন্তানেরা যুগে যুগে তাদের অর্জিত সাফল্যে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করেছে – এ ধারা আজও বহমান। গ্লোবালাইজেশনের এ যুগে বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয় – বঙ্গ সন্তানদের সাফল্যের পরিধিও তাই আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক রুপ লাভ করেছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেয়া যুক্তরাষ্ট্র প্রবাসী ৪৮ বছরের সুবীর চৌধুরী নির্বাচিত হয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের উপদেষ্টা। তিনি এএসআই কন্সাল্টিং গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। অক্টোবর থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করা দেশের এ সূর্যসন্তান জানিয়েছেন, বিশ্ব ব্যাংকের কর্মসূচির আওতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে তিনি কাজ করবেন। স্বদেশের প্রতি দায়বদ্ধতায় উজ্জীবিত হয়ে তার দেয়া মিলিয়ন ডলার অনুদানে বাংলা ভাষা ও সংস্কৃতিসহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গবেষণার জন্যে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে ক্যাম্পাসে এ বছরের মার্চ থেকে চালু হয়েছে ‘সুবীর অ্যান্ড মলিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ।’ অনুকরণীয় বৈশিষ্ট্যে সমুজ্জল এ সকল কৃতি সন্তানেরাই আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের পথিকৃত – আমাদের গর্ব, আমাদের আশা। এ দেশিয় যে সকল কুচক্রি তাদের হীন ব্যক্তি তথা গোষ্ঠী স্বার্থে দেশের অমঙ্গল কামনা করে নানা নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তাদের এ সকল নিঃস্বার্থ দেশপ্রেমীদের পদাঙ্ক অনুসরণ করা আবশ্যক।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348688
০৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
হতভাগা লিখেছেন : এদেরকে নিয়ে গর্ব করার কিছু আছে বলে মনে করি না । এরা বাংলাদেশের নাগরিকত্বকে লাথি মেরে অন্য দেশকে আপন করে নিয়েছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File