আলোর পথে যাত্রা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ নভেম্বর, ২০১৫, ০৩:৪৯:৪৪ দুপুর

সমন্বিত পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এখন একটি দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দেশিয় উন্নয়নের নানা সূচকে বাংলাদেশের তাই আজ অব্যাহত অগ্রযাত্রা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার প্রকাশিত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গ্লোবাল নিউট্রিশান রিপোর্ট-২০১৫ এর মাধ্যমে জানা গেছে – পুষ্টি সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতি, উচ্চতার তুলনায় কম ওজন, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের রক্তশূন্যতা, শিশুদের নিবিড় স্তন্যপান, মাত্রাতিরিক্ত ওজন, স্থুলতা এবং ডায়বেটিস –এই ০৮টি সূচককে ভিত্তি এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। এই প্রতিবেদনে উল্লেখিত ৮টি সূচকের মধ্যে ২টিতে বাংলাদেশের সাফল্য সন্তোষজনক। এতে প্রমাণিত হয় বৈশ্বিক পুষ্টিমান অর্জনে বাংলাদেশের অগ্রযাত্রা সঠিক পথেই এগুচ্ছে। পুষ্টিহীনতা সবসময় দৃশ্যমান না হলেও এ কারণেই একটি উন্নয়নশীল দেশে প্রতি বছর মোট দেশজ উৎপাদন ১০ শতাংশ কম হয়। তাই দেশের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের স্বার্থেই পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরিতে সুশীল সমাজ, গণমাধ্যম ও সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যাগ নিতে হবে। সকলের প্রত্যাশা – সার্বজনীন উদ্যোগে সার্বিক পুষ্টিমান উন্নয়নের সাফল্যে আগামীতে দেশের প্রতিটি শিশু হবে সুস্থ, সবল, নিরোগ।

বিষয়: বিবিধ

৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File