মঙ্গল দিপ জ্বালো

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ নভেম্বর, ২০১৫, ০৫:১১:৪২ বিকাল



ইতিবাচক চেতনায় উজ্জীবিত মানুষের ছোঁয়ায় নিঃস্ফলা পাথরের বুকেও ফুটে ফুল আর সুজনের সহচার্যে দুর্জনও যায় বদলে – তা আবারও প্রমাণিত হলো। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুল রশীদের ইতিবাচক উদ্যোগের ফলে জেলা কারাগারের তিন শতাধিক অক্ষরজ্ঞানহীন বন্দি আজ লিখতে-পড়তে পারে। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলখানার বারান্দায় পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়।শিক্ষার অমলীন স্পর্শে এ সকল অশিক্ষিত মানুষ এখন শুধুমাত্র টিপসইয়ের পরিবর্তে দস্তখতই শিখেনি, তাদের চিন্তা-চেতনায় এসেছে মৌলিক পরিবর্তন – তারা এখন ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা বুঝতে পারে। একমাত্র সুশিক্ষাই যে মানুষকে ভালো করতে পারে, তার প্রমাণ জেলখানার এ ক্ষুদ্র শিক্ষা কার্যক্রম। এখন সময় এসেছে ইতিবাচক চিন্তা-চেতনা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার, একমাত্র সুশিক্ষা প্রসূত শুভবুদ্ধির প্রসারেই দূর হতে পারে কুশিক্ষা, অজ্ঞানতা আর কুসংস্কার। সুশিক্ষিত জাতির মুক্তচেতনার দুনির্বার প্রতিরোধই প্রতিহত করবে সাম্প্রদায়িক শক্তির উত্থান – দেশের অগ্রযাত্রা হবে অব্যাহত।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348458
০৪ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
348459
০৪ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
348477
০৪ নভেম্বর ২০১৫ রাত ১০:১৪
রফিক ফয়েজী লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File