কারিগরি শিক্ষা প্রসারে ঋণ অনুমোদন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ নভেম্বর, ২০১৫, ০৩:২১:০৮ দুপুর





কারিগরি শিক্ষার কলেবর বৃদ্ধির লক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বব্যাংক। এ লক্ষে বিশ্বব্যাংক অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে, যা দিয়ে ২ লাখ শিক্ষার্থী ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষা শেষ করতে পারবে। অতিরিক্ত এই অর্থ প্রশিক্ষণের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় ও বৈদেশিক শ্রমবাজারের উপযোগি দক্ষ কর্মী তৈরি করবে।এতে যুবকরা যেমন বাজার উপযোগি কারিগরি প্রশিক্ষণ পাবেন,তেমনি উচ্চ বেতনের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। অতিরিক্ত এই অর্থায়ন সরকারী ও বেসরকারী খাতের পলিটেকনিক কলেজসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে। ইন্টারনিশীপ,জব কাউন্সিলিং এবং শিল্প-কারখানায় চাকুরী পবির্তনের ক্ষেত্রে সহায়তা করা হবে। এছাড়া স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও প্রসার ঘটবে। মানসম্মত পলিটেকনিক কলেজ কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।যা দেশের উন্নয়নের একটা বড় হাতিয়ার হিসাবে কাজ করবে।

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348218
০২ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
348229
০২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২১
রক্তলাল লিখেছেন : চুরি চামারির রাস্থা প্রশস্থ হল?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File