জামাত ও যুদ্ধাপরাধিদের 'মানবাধিকার' নিয়ে কেন কাঁদে এমনেস্টি?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ নভেম্বর, ২০১৫, ০৩:৫৬:১০ দুপুর
এমনেস্টি ইন্টারন্যাশনাল নামের একটা নেস্টি সংগঠনকে প্রায়ই জামাত ও যুদ্ধাপরাধিদের 'মানবাধিকার' নিয়ে কাঁদতে দেখি, কিন্তু ৭১ এর বর্বরতার শিকার লাখো বাঙ্গালী কিংবা পেট্টোল বোমায় পুড়ে মরা ১০০ এর উপর মানুষের জন্য একফোঁটা অশ্রু ফেলতে দেখিনা!! কারনটা কি? এরা কি আসলে মানবাধিকার সংগঠন নাকি সন্ত্রাসাধিকার সংগঠন? আসলে এমনেস্টি হলো আপাত ভদ্র চেহারার একটি আন্তর্জাতিক চাঁদাবাজ সংগঠন। কেউ কি বলতে পারে তাদের আয়ের উৎস কি? এত এত দেশে তাদের কার্য্যক্রম, এত কর্মচারী, এত ঠাটবাট, দামী এজেন্সিকে দিয়ে দামী বিজ্ঞাপন বানানোর টাকা এরা কোথায় পায়? ওদের সাইটে গিয়ে দেখবেন Donate নামে একটা বাটন আছে এটাতেই যত যাদু!! সাথে টেবিলের তলার বাণ্ডিল লেনদেনতো আছেই। আইএসএর বর্বরতা, কিংবা ইসরাইলি বর্বরতায় এদের যতনা কাঁদতে দেখবেন তার চাইতে বেশি দেখবেন পশ্চিমা স্বার্থবিরোধি দেশগুলোর ছিদ্র খুঁজেও তা নিয়ে লাফাতে। জামাতিদেরতো আর টাকার অভাব নেই তাই এমনেস্টির মত নেস্টি কুকুরগুলোকে পুষতে তাদের বেশি বেগ পেতে হয়না। ধিক্কার জানাই আমরা এই নেস্টি সংগঠনকে।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইউনুস খারাপ।
কাদের সিদ্দিকী খারাপ।
ড. কামাল খারাপ।
বাংলাদেশের ম্যাজরিটি খারাপ (ভোটের হিসাবে)।
জামাত-বিএনপি খারাপ।
বিশ্বব্যাংক খারাপ। এখন এমন্যানস্টি খারাপ।
খালি কুত্তালীগ ভালো।
But present Bangladeshi faciest regime is an illegal regime and involve in brutality including mass killing, if you read any newspaper you can easily understand it.
মন্তব্য করতে লগইন করুন