ঢাকায় যানজট নিরসনে পাতাল রেল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ অক্টোবর, ২০১৫, ০২:৫০:৫৫ দুপুর



ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল নির্মাণ করা হবে। পাশাপাশি ঢাকার যানজট নিরসনে সরকার পাতালরেল নির্মাণ এর কাজ হাতে নিয়েছ। পদ্মা সেতু প্রকল্পের মতো এটিও একটি স্বপ্নের প্রকল্প হবে। এতে করে বিদ্যমান যানজট একেবারেই কমে যাবে।এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটা কমে যাবে ।ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষে এরই মধ্যে সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে যাতে করে সাধারণ মানুষ নিরবিগ্নে চলতে পারে। এই প্রকল্পটি পূর্ণরূপে বাস্তবায়িত হলে যানজট নিরসনের পাশাপাশি ঢাকা হবে একটি অত্যাধুনিক শহর। যা বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে আরও একধাপ এগিয়ে নিতে সক্ষম হবে।

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347967
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৩
আফরা লিখেছেন : আপনার ভাব তো আমি মনে করেছিলাম পাতাল ট্রেন চালু হয়েছে ।
348008
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩০
রক্তলাল লিখেছেন : বাংগালরে আর ত শফ্ন দেখাইবি।

আকাশে উড়িতেছস, ফাত্তালে চড়াইতেছস... স্বপ্নের মোয়া আর কত খাওয়াবি।

পিশাচ গুলার ক্ষমতার মোহ - কত লালাভোলা গল্প বইলা মানুষ মাইরা ক্ষমতায় থাকতেই হইব।

যতই পাত্তালের গল্প হুনাস না ক্যান - তোর ডাইনীরে নিয়া ভাগ।

লাইতথাইয়া তোর গল্প হুনানি বন্ধ কইরা দিমু। হালার পুত ছালা কম্বল নিয়া ফোট। তোর কেউ কইছে উন্নয়নের জোয়ার বহাইয়া দিতে?

নিজের চরকায় তেল দে। ভাগ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File