বার্ন ও প্লাস্টিক সার্জারির উন্নত চিকিৎসায় ঢাকায় নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউট

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ অক্টোবর, ২০১৫, ০২:১৩:৩৪ দুপুর



রাজধানী ঢাকাতেই স্থাপন করা হচ্ছে বিশ্বের প্রথম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এটি হবে ১৫ তলা বিশিষ্ট। প্রাথমিকভাবে এটি ৫০০ বেডের হবে। প্রকল্পটি শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ফেব্রুয়ারিতে দেশে বার্ন ও প্লাস্টিক সার্জারির উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের এ ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া নির্দেশনায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর চানখাঁরপুলের টিবি হাসপাতাল সংলগ্ন প্রায় দুই একর জমির ওপর এ ইনস্টিটিউট নির্মাণ করা হবে। বিশাল ভবনের প্রথম ইউনিট হবে পোড়া চিকিৎসার জন্য। ঢাকাসহ সারাদেশের পোড়া রোগীদের উন্নত চিকিৎসা দেয়া হবে এখানে। প্রতিটি ইউনিট হবে বিশ্বমানের এবং অগ্নিদগ্ধ মুমূর্ষু রোগীদের জন্য ৬০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকবে। এসব আইসিইউ পরিচালনার জন্য দক্ষ জনবলও নিয়োগ দেয়া হবে।দ্বিতীয় ইউনিট হবে প্লাস্টিক সার্জারির। তৃতীয় ইউনিটটি হবে প্রশাসনিক ও একাডেমিক ভবন। ৫০০ বেডের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে প্রতিবছর বহু বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য অভিজ্ঞ জনবল তৈরি সম্ভব হবে। তারা ঢাকার বাইরের বার্ন ইউনিটে গিয়ে যোগদান করলে পোড়া রোগীরা হাতের কাছে বিশ্বমানের চিকিৎসা পাবেন। সরকারের এ পদক্ষেপের ফলে প্লাস্টিক সার্জারির জন্য রোগীদের আর দেশের বাইরে যেতে হবে না। এটি হবে সারাবিশ্বের পোড়া রোগীদের চিকিৎসার রোল মডেল। এটা চালু হলে একদিকে যেমন সময় বাচবে, তেমনি অর্থও সাশ্রয় হবে। জনগণ উপকৃত হবে।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File