পরনির্ভরশীলতা নয়! নিজ আলোয় আলোকিত!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ অক্টোবর, ২০১৫, ০৫:৩৬:২৯ বিকাল
[img]http://www.bdfirst.net/blog/bloggeruploadedimage/seatt41/1445513767.png[/img
নারীরা যুগ যুগ ধরে শোষিত অবহেলিত হয়ে আসছে। পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্মীয় গোঁড়ামী, সামাজিক কুসংস্কার, কুপমন্ডুকতা, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে তাকে সর্বদা রাখা হয়েছে অবদমিত। তার মেধা শ্রমশক্তিকে শুধুমাত্র সাংসারিক কাজেই ব্যয় করা হয়েছে। সমাজ ও দেশ গঠন কাজে তাকে কখনও সম্পৃক্ত করা হয়নি। বাংলাদেশে গৃহকর্মীদের কাজ এখনো প্রাতিষ্ঠানিক বা আইনি স্বীকৃতি পায়নি বাংলাদেশে৷ তাই আজও তাঁরা নির্যাতনের শিকার হচ্ছেন, মজুরি পাচ্ছেন কম৷ এদের জন্য নির্দিষ্ট কোনো শ্রম ঘণ্টা নেই, নেই ইচ্ছামত কোথাও যাওয়ার অধিকার৷ বাংলাদেশে এখন ২৫ লাখ গৃহকর্মী বা গৃহ শ্রমিক আছেন৷ গৃহকর্মে নিয়োজিত সকল ব্যক্তির সুরক্ষা ও কল্যাণের নিমিত্তে গৃহকর্মকে শ্রম হিসাবে স্বীকৃতি ও মর্যাদা প্রদান, গৃহকর্মীদের জন্য শোভন কাজ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্রাম-বিনোদন-ছুটিসহ নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার্থে সরকার গৃহকর্মী সুরক্ষা নীতিমালা প্রনয়নের উদ্যোগ নিয়েছে। সেই সাথে তাদের স্থায়ী ঠিকানা ও কর্মস্থলের তথ্য হালনাগাদকরণ ও সংরক্ষণের ক্ষেত্র ও তৈরি করা হবে। এ নীতির মাধ্যমে গৃহকর্মীরা স্বীকৃতি পাবে। কার্যকর হলে গৃহকর্মী নির্যাতনের মাত্রা কমবে। গৃহকর্মীদের অধিকারের ক্ষেত্রটিও এক ধাপ এগিয়ে যাবে।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন