আলোর পথে যাত্রা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ অক্টোবর, ২০১৫, ০৩:০৭:৫২ দুপুর
সুচিন্তিত পরিকল্পনা আর তার বাস্তবায়নে মেধা, শ্রম ও আন্তরিক কর্মপ্রচেষ্টার সমন্বিত উদ্যোগেই অর্জিত হয় সাফল্য। এমডিজির লক্ষ্য অর্জনের সাফল্যে আন্তর্জাতিক স্বীকৃতি ধন্য বাংলাদেশ তাই আজ এসডিজির লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। রাষ্ট্র পরিচালনায় গণমুখী সরকারের উপস্থিতি এতে দিয়েছে নবমাত্রা। টেকসই উন্নয়নের আকাশ ছোঁয়া স্বপ্নে উজ্জীবিত বর্তমান সরকারের অধীনে চূড়ান্ত অনুমোদনের জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি)উপস্থাপন করা হচ্ছে মঙ্গলবার। এর মাধ্যমে মধ্যম আয়ে উত্তরণের সিঁড়ি হিসেবে আগামী পাঁচ বছরে (২০১৬-২০ সাল পর্যন্ত) আর্থিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চাচ্ছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ লোকের কর্মসংস্থান হবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য হলো কর্মসংস্থান তৈরি এবং আয় বৈষম্য কমিয়ে আনা। এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড়ে ৭.২ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দারিদ্র্যের হার ৬.২ ভাগ কমিয়ে বর্তমানের ২৪.৮ থেকে ১৮.৬ ভাগে নিয়ে আসা হবে। শিল্প খাতের প্রবৃদ্ধি ৯.৬ ভাগ থেকে ১১.৯ ভাগে উন্নীত করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে জন্য ব্যয়ের লক্ষ্য চূড়ান্ত করা হয়েছে ৩১ লাখ ৯০ হাজার ৩০০ কোটি টাকা। দেশের গণমানুষের প্রত্যাশা, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশকে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ে এবং পরবর্তীতে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাগল হালা! নিশ্চয়ই কাঠাল গাছ?
মন্তব্য করতে লগইন করুন