বিশ্বসভায় বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ অক্টোবর, ২০১৫, ০৩:১০:০৬ দুপুর
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। ১৬ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা হয় এই কৃষিজমি থেকেই। কাজেই কৃষি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকাই শ্রেয়। আজ যে অমৌসুমে বিভিন্ন শাক-সবজি, ও ফলমূল খাচ্ছি এটি এমনি এমনি হয়নি। এটি বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার ফসল। কৃষিজমি যাতে নষ্ট না হয়, সে জন্য সারাদেশে অথনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। ভৌগলিক কাঠামোর কথা বিবেচনা করেই বিভিন্ন অঞ্চলে এ সব জোন গড়া হচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো পূর্ণরুপে বাস্তবায়িত হলে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। বাংলাদেশ কারও কাছে মাথা নিচু করে থাকবে না। এদেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। তাই তারা কোন হিংসা-বিদ্বেষ, ফেৎনা-ফেসাৎ, হানাহানি দেখতে চায় না। যারা বিদেশে বসে দেশকে ধ্বংসের পাঁয়তারা করছে, দেশের মাটিতে তাদের কোন ঠাঁই হবে না। যারা সুপরিকল্পিতভাবে বিদেশী নাগরিক হত্যা করে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিচার একদিন হবেই, হবে। কোন অপরাধীই ছাড় পাবে না। দেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও না খেয়ে মরবে না। সকল বাঁধা অতিক্রম করে উন্নয়ন অগ্রগতির সাফল্য বাংলাদেশ একদিন বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবেই, দাঁড়াবে।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুই আর তোর পিশাচ হাসিনা দুইটাই পাগল।
সামান্য সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকবি - ডাইনীর বিকৃত মস্তিস্কের কারণে এরকম sick খেলা খেলতেছস।
পাবলিকে ঠিকই শকুনীরে ধরব জায়গামত।
মন্তব্য করতে লগইন করুন