সরকারি চাকুরীতে নার্সদের নিয়োগকালীন বয়সসীমা ৩৬ বছর হচ্ছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ অক্টোবর, ২০১৫, ০৩:১৬:৩৪ দুপুর



পিএসসির নিয়ম অনুযায়ী, সাধারণ প্রার্থীরা ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকার আবেদন করতে পারেন। নার্সদের চাকরিতে ঢোকার বয়সসীমা ফের বাড়িয়ে নিয়োগবিধি শিথিলের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।এখন থেকে ২০১৮ সালের ডিসেম্বরে যাদের বয়স ৩৬ বছর হবে তারাও নার্স হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।প্রায় চার হাজার শূন্যপদে নার্স নিয়োগের জন্য সরকারের এ সিদ্ধান্ত। বর্তমানে স্বাস্থ্য খাতে ডাক্তারের চেয়ে নার্স বেশি থাকার কথা। আমাদের দেশে উল্টো, ডাক্তারের চেয়ে নার্স কম। সরকার এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন নার্সিংয়ে চারটা নিয়োগ বিধিমালা আছে। সরকার চেষ্টা করছে, একটা সমন্বিত নিয়োগ বিধিমালা করতে। এটা প্রায় শেষ পর্যায়ে। পুর্বে নার্স নিয়োগে বিধি, জ্যেষ্ঠতা, মামলা-মোকাদ্দমার কারণে পদ সৃষ্টির পরও পদ পূরণ করা যায়নি। এসব জটিলতার কারণে একটা ‘ব্যাক লগ’ সৃষ্টি হয়েছে। বাস্তব অবস্থা হলো, ২০০৬ সাল পর্যন্ত নার্সিং যারা পাস করেছেন, তারা সরকারি চাকরি পেয়েছেন। এরপর কেউ সরকারি চাকরিতে আসতে পারেননি। এতে অনেকের চাকরির বয়স ৩০ বছর পেরিয়ে গেছে। তাই প্রয়োজনীয় নার্স নিয়োগে সরকারের এই বাস্তব পদক্ষেপ দেশের মানুষ জন্য সুফল বয়ে নিয়ে আসবে।

বিষয়: বিবিধ

৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File