জঙ্গি পৃষ্ঠপোষকতায় একটি দল
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ অক্টোবর, ২০১৫, ০৩:০৯:২৩ দুপুর
এক বিএনপি নেতার মেয়ের বিরুদ্ধে যখন হামজা বিগ্রেডের মতো জঙ্গি গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ ওঠে। তখন এটাই বলা সমীচীন যে, জঙ্গিবাদ আর বিএনপির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। এর মাঝে তাদের নানা অপতৎপরতা তো আছেই; যেমন— বিদেশীদের দারস্থ, সরকারের ভাল কাজে বিঘ্ন ঘটানো, ভোগান্তি সৃষ্টি করা— এমনকী নানা নেতিবাচক কর্মকাণ্ড। এসব জনবিরোধী কাজ করে বিএনপি কূলহারা অবস্থায় নিমজ্জিত, তাই বহুবার বহু কথা বলেও নেতাকর্মীদের মাঝে আস্থার জন্ম দিতে পারছে না বিএনপি। বরং নেতাদের কোন পরামর্শ না শুনে ২০১৫-এর ৭ জুলাই সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া উল্টো বলেন, যাঁরা দল ভাঙতে চান ইচ্ছা করলে তাঁরা বিএনপি থেকে চলে যেতে পারেন। পারলে সরকারে গিয়ে মন্ত্রীত্ব নেন; এতে বিএনপির কোনো ক্ষতি হবে না। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নির্মম হত্যাকাণ্ডের বিচার তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার ধামাচাপা দিতে চাইলেও নিরপেক্ষ তদন্তে বেরিয়ে এসেছে মূল পরিকল্পনার কথা। ২০০৪ সালের ১৪ আগষ্ট হাওয়া ভবনে বসেই ২১ আগষ্টের হামলার মূল পরিকল্পনা করা হয়। গ্রেনেড হামলার দুই-তিন দিন আগে তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় পরিকল্পনা-সভা করেছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) নেতারা। হাওয়া ভবনে বসেই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, জামাত নেতা মুজাহিদ ও জঙ্গী হরকাতুল জিহাদ নেতা মুফতী হান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলার পরিকল্পনা করে। ২০১৫ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা একটি জঘন্য ও সন্ত্রাসী কার্যক্রম। ২০১৫ সালে এসে উল্টো সুরে কথা বলছে বিএনপি, এর কারণ গ্রেনেড হামলার বিচার হবেই, এতে দোষীরা শাস্তি পেলে ভয় বিএনপিরই। কারণ, প্রমাণিত হবে বিএনপি সুষ্ঠু তদন্ত করেনি, তাদের নেতারাই যে জড়িত ছিল। বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতের সখ্যতা যথাযথ, পাশাপাশি জঙ্গি সম্পৃক্তার বিষয়টিও আগের মতো পুনরায় সামনে আসছে। এসব বিষয়ে জনগণের বিরূপ মনোভাবের বরফ গলাতে হয়তো বিএনপি নেতৃবৃন্দ ঐক্য বা একসাথে কাজ করা কথা বলছেন। কিন্তু বিএনপির অতীত কর্মকাণ্ডই প্রমাণ করে বিএনপি নেতৃবৃন্দের কথার কোন ভিত্তি নাই। বিএনপি এখন না আছে সংসদে না আছে রাজপথে, পারছে না দলকে সঠিক পথে রাখতে। আর এ অবস্থার জন্য বিএনপির নীতিবিবর্জিত রাজনীতিই দায়ী। বিএনপির জামায়াতের নানা অপতৎরতা সত্ত্বেও সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন