মিরসরাই-কক্সবাজার পর্যন্ত ২৮৫ কিঃমি সড়কে কক্সবাজার হয়ে উঠবে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ আবাসস্থল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ অক্টোবর, ২০১৫, ০৩:১৪:০৯ দুপুর



মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ ধরে ২৮৫ কিলোমিটার বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। পর্যটন নগরীর সঙ্গে বিকল্প যোগাযোগ স্থাপনের পাশাপাশি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে সরকারের অগ্রাধিকার তালিকায় নেওয়া হয়েছে প্রকল্পটি। সড়কটি মিরসরাই উপকূল ধরে ফৌজদারহাট হয়ে কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে যাবে। এরপর রাজঘাট হয়ে কক্সবাজারের ইনানী থেকে টেকনাফ পর্যন্ত যাবে। কক্সবাজার-টেকনাফ মেরিন সড়ক এবং প্রস্তাবিত চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্র উপকূলবর্তী মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের মধ্য দিয়ে কক্সবাজার হয়ে উঠবে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ আবাসস্থল। সরকারের এমন প্রকল্প বাস্তবায়নে বৃহত্তর চট্টগ্রামসহ কক্সবাজার পরিণত হবে পর্যটন, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণকেন্দ্রে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ।



বিষয়: বিবিধ

৭৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345335
১১ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৮
হতভাগা লিখেছেন : আকাশ কুসুম কল্পনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File