গৃহনির্মাণ ঋণ ১২-৫০ লাখ টাকায় মাথা গোজার থাই মিলবে সরকারি চাকরিজীবীদের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ অক্টোবর, ২০১৫, ০৩:২৭:৩৪ দুপুর



বর্তমানে সরকারি চাকরিজীবীদের গৃহনির্মাণ ঋণের আকার ১ লাখ ২০ হাজার টাকা (নির্ধারিত)। এ ঋণের সুদের হার ১০ শতাংশ। বাস্তবায়িত অষ্টম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ পাবেন, যার সুদের হার হবে ৫ শতাংশ। নতুন বেতন স্কেলে একজন কর্মকর্তা ও কর্মচারীর ৬০ থেকে ৮০ মাসের বেতনের সমান গৃহনির্মাণ ঋণ পাবেন। এতে দেখা যায়, সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-২০) একজন কর্মচারী সর্বোচ্চ ১২ লাখ টাকা এবং গ্রেড-১-এর একজন কর্মকর্তা সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ সুবিধা ভোগ করতে পারবেন। তাছারা ২০ জনের একটি গ্রুপ করে জমি কেনার জন্যও ঋণ দেয়ার বিধান রাখা হয়েছে অষ্টম জাতীয় পে-স্কেলে। এক্ষেত্রে জমির পরিমাণ হবে সর্বনিম্ন পাঁচ কাঠা থেকে সর্বোচ্চ ২০ কাঠা। সরকারি চাকরিজীবীদের কথা বিবেচনা করে সরকারের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File