পুলিশ যেন আমাকে না ধরে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৯:০৯ বিকাল
মোবাইল ফোনের সিম নিবন্ধনে পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতি (আঙ্গুলের ছাপ) চালু হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে মোবাইল অপারেটররা নিজেদের গ্রাহক সেবা কেন্দ্রে এ পদ্ধতি চালু করবে। সচেতন গ্রাহকরা নিজ উদ্যোগে এখানে এসে নিজ নিজ সিমের নিবন্ধন করতে পারবেন। তথ্যগুলোও যাচাই-বাছাই করতে পারবেন। তাছাড়া আগামী ১৬ ডিসেম্বর থেকে মেশিনে আঙ্গুলের ছাপে (বায়োমেট্রিক্স পদ্ধতি) সিম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। চূড়ান্তভাবে এ পদ্ধতি শুরু হলে প্রাধান্য পাবে ভুয়া আইডির বিপরীতে সিম নিবন্ধনকারীরা এবং সঠিক এনআইডির বিপরীতে অস্বাভাবিকভাবে সিম নিবন্ধনকারীরা। এভাবে নিশ্চিত হতে পারবো সিমগুলো সঠিক মালিকই ব্যবহার করছেন। ডিসেম্বরের মধ্যে সবাইকে নিজের নিরাপত্তায় নিশ্চিন্ত হতে হবে। মোবাইল দ্বারা কোন অপকর্মে পুলিশ যেন আমাকে আটক না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে আমাকেই।
বিষয়: বিবিধ
৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন