স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য উত্তরায় ৬৭২টি ফ্ল্যাট
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৮:৪৭ বিকাল
স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য ঢাকার উত্তরায় ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টরে একটি বেইসমেন্টসহ ১৬ তলাবিশিষ্ট আটটি ভবনে মোট ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। এসব ফ্ল্যাটের আয়তন হবে সর্বোচ্চ ১২৫০ বর্গফুট। এর চেয়ে ছোট আয়তনের ফ্ল্যাটও থাকবে। এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে 'স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ' প্রকল্পের প্যাকেজ ডি-এর আওতায়। উত্তরা আদর্শ আবাসিক শহর (৩য় পর্ব) প্রকল্পে পিচ ঢালাই রাস্তা আর লেকের উপরে দৃষ্টিনন্দন ব্রিজ দেখলেই মন ভরে যায় যে কারো। পিচ ঢালাই রাস্তার দুই পাশেই দৃষ্টিনন্দন কাশবন। গোধূলীতে সৌন্দর্য উপভোগে মানুষের কমতি হয় না কখনও। প্রায় ৯২ শতাংশ মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। বাকি কাজও চলছে। প্রকল্পে অভ্যন্তরীণ রাস্তা ১৬৫ কিলোমিটার। ৭৭ শতাংশ রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে। লেক উন্নয়ন ও সংরক্ষণ কাজ শেষ হয়েছে ৩০ শতাংশ। এছাড়া ১২টি ব্রিজের মধ্যে ছয়টি ব্রিজের কাজ শেষ হয়েছে। আর পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসাকে গভীর নলকূপ স্থাপনে ১৭টি জায়গা চিহ্নিত হয়েছে। সরকারের এমন প্রকল্পে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ ঢাকার উত্তরায় উপভোগে উন্নত জীবনযাপন।
বিষয়: বিবিধ
৭৮৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন