ঈদে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় লাখ সদস্য
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৩:২৯ দুপুর
পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ লাখ ৩৫ হাজার পুলিশ ও ১০ হাজার (র্যাব) সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সরকার। এবারের ঈদ সুষ্ঠু ও শান্তিপূণভার্বে উদযাপনের জন্য দেশব্যাপী কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজি প্রতিরোধ, কাঁচা চামড়া পাচার বন্ধ, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কোন ধরণের ছাড় না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে বাস টার্মিনাল, রেলস্টেশন, নদী-বন্দর, লঞ্চ ও ফেরিঘাটসহ শহরের গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে ১৪টি পর্যবেক্ষণ টাওয়ারের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। তাছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রয়েছে পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বর্তমান সরকারের এমন পদক্ষেপে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সক্ষম হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমনটাই আশা করে বাংলার জনগণ।
বিষয়: বিবিধ
৭৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন