জিএসপি সুবিধার বিরোধিতা করে কেউ কি দেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৭:৫৪ দুপুর

বর্তমান সরকার জীবনবাজি রেখে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেই দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা। পরাশক্তি নয়, বরং দেশের ভেতরের কিছু অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরা ঘরের শত্রু বিভীষণ। এদের কাছে দেশের মানুষ, শ্রমিক, মেহনতি মানুষের কোন মূল্য নেই। শুধু ব্যক্তিস্বার্থের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, দেশের মানুষের ক্ষতি করছে তারা। আসলে জিএসপি সুবিধা স্থগিতের জন্য দেশের ভেতরের কিছু অপশক্তি দায়ী। তারা বিপুল অর্থ ব্যয় করে লবিষ্ট নিয়োগ করে বহির্বিশ্বে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে, এদের অপপ্রচারের কারণেই জিএসপি সুবিধা বন্ধ হয়েছে। আবার এই অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দিয়ে, যুক্তরাষ্ট্রের একটি অখ্যাত পত্রিকায় আর্টিকেল লিখে জিএসপি সুবিধার বিরোধিতা করেছে। এটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য বড় ক্ষতিকর। তা সত্ত্বেও বাংলাদেশ নতুন নতুন বাজার খুঁজে পাচ্ছে সরকারের ভাবমুর্তির কারনে। আমাদের বিনিয়োগ ও রফতানি বৃদ্ধি পেয়েছে। কেউ জিএসপি বন্ধ করে দেশের উন্নয়নকে থামিয়ে রাখতে পারে না, এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবেই।

বিষয়: বিবিধ

৭২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342931
২২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অপশক্তিটি কি সরকারের চেয়েও কঠিন শক্তিধর?? যদি তাই হয় সরকারে থেকে লাভ কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File