তারুণ্যের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশ!

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৯:০১ দুপুর

জন্মের সময়ে আমাদের দেশ ছিলো তলাবিহীন ঝুঁড়ি। সে দেশই আজ সম্ভাবনার অপার দিগন্ত উন্মোচন করেছে। এতদিন পর্যন্ত বহির্বিশ্ব শুধুই ভিক্ষুকের জাতি হিসেবে আমাদের চিনতো। আরো চিনতো প্রাকৃতিক দৈব-দুর্বিপাক, মহামারি, রাজনৈতিক অস্থিরতার দেশ হিসেবে। অর্থাৎ অত্যন্ত নেতিবাচকভাবে আমাদের দেশ বাইরের দেশসমূহের কাছে পরিচিত ছিলো। আমাদের উন্নয়ন বাজেটের একটি বিরাট অংশ প্রণিত হতো বিদেশের মুখ পানে চেয়ে। সাহায্য পাওয়ার আশা নিয়ে। ফলে আমাদের করণীয় নির্ধারিত হতো বিশ্বব্যাংক, এডিবি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রাপ্ত অর্থের উপর। ফলে চাইলেই হয়ত অনেক কিছু আমরা করতে পারতাম না। তাছাড়া তৃতীয় বিশ্বের দেশ হিসেবে সর্বগ্রাসী দুর্নীতি এবং অব্যবস্থাপনা- এ দুয়ে মিলে আমাদের অর্থনীতি কখনই টেকসই উন্নয়নের ভীত রচনা করতে পারেনি। যদিও স্বাভাবিকভাবে একটা দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রজ্ঞার উপর অনেকাংশে নির্ভরশীল; যা সরকারের গৃহীত পদক্ষেপ এবং বিরোধী দলের সহযোগিতার উপর প্রায় পুরোমাত্রায় নির্ভরশীল। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে তাই রাজনৈতিক সদিচ্ছা এবং স্থিতিশীলতা খুবই দরকার। শত প্রাকৃতিক বাধা, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা, হরতাল আর অবরোধের মতো অর্থনীতি ধ্বংসের মতো কর্মকাণ্ডের পরেও আমাদের অর্থনীতিকে মুখ থুবড়ে পড়তে হয়নি, বিশেষত দুটো সেক্টরের ঈর্ষণীয় সাফল্যের কারণে। সেক্টর দুটো হচ্ছে- গার্মেন্টস শিল্প এবং প্রবাসী আয় । আর এ দুটো সেক্টরে কর্মরত যে জনগোষ্ঠী তারা সবাই বয়সে তরুণ। তারা কর্মঠ। জীবন ও জীবিকার তাগিদে তারা নিরন্তর পরিশ্রম করে চলেছে। এ দুটো সেক্টরের যে আয় সেখানে তরুণদের অবদান প্রায় শতভাগ। তাদের রক্ত জল করা টাকায় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ ফুলে-ফেঁপে উঠেছে।আমাদের অর্থনীতি এখন টেকসই উন্নয়নের ভীতের উপর দাড়িয়ে আছে এটা এখন আমরা গর্ব করে বলতে পারি।

বিষয়: বিবিধ

৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File