বাংলাদেশের বর্তমান অগ্রগতিতে বিস্মিত (পর্ব-১/২)
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৪:৪৪ দুপুর
ড. ভিতালি ভিয়াচিস্লাভোভিচ নাউমকিন
বহুভাষাবিদ প্রাচ্যবিশারদ ড. ভিতালি ভিয়াচিস্লাভোভিচ নাউমকিন মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্বরাজনীতি অনুষদের চেয়ারম্যান, রুশ বিজ্ঞান একাডেমির প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক, মস্কোর সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল স্টাডিজের প্রেসিডেন্ট এবং প্রাচ্যবিষয়ক সাময়িকপত্র ভাস্তোক-এর প্রধান সম্পাদক। প্রাচ্যবিদ্যা ইনস্টিটিউটের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মবিষয়ক একটি গ্রন্থ রচনা প্রকল্পের কাজে সম্প্রতি ঢাকায় এলে তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন-
আগে না এলেও বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা আছে। আর আমার এই আসাটা পর্যটক হিসেবে নয়, আমি একজন বিশেষজ্ঞ। বাংলাদেশের জন্মের ইতিহাস সম্পর্কে আমার যৎসামান্য ধারণা আছে। আমি এ দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস সম্পর্কেও ওয়াকিবহাল এবং মনোযোগের সঙ্গে এ দেশের অগ্রগতি পর্যবেক্ষণ করার চেষ্টা করি। বাংলাদেশ আমার পছন্দের একটা দেশ। আমি সেই সব দেশ ও জাতিকে পছন্দ করি, যাদের জাতীয় স্বাতন্ত্র্য রয়েছে, যাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের শিকড় গভীর। বাংলাদেশ প্রথমত সে রকমই একটা দেশ। এ দেশের মানুষ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মোৎসর্গ করেছে, রক্তক্ষয়ী যুদ্ধ করে অসংখ্য প্রাণের বিনিময়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব অর্জন করেছে।বিগত কয়েক বছরে বাংলাদেশ যে অগ্রগতি সাধন করেছে, তাতে আমরা বিস্মিত হয়েছি। কারণ, স্বাধীনতার সময় দেশটি অত্যন্ত দরিদ্র ছিল, এর সমস্যার শেষ ছিল না। কিন্তু সেই অবস্থা থেকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ, কিন্তু এর আয়তন সে তুলনায় খুবই কম, মাত্র ১ লাখ ৪৪ হাজার বর্গকিলোমিটার। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আয়তন ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার বর্গকিলোমিটার, বাংলাদেশের চেয়ে ১৬৩ গুণ বড়। সেই রাশিয়ার লোকসংখ্যাও বাংলাদেশের চেয়ে কম, মাত্র ১৪ কোটি। এতটুকু একটা দেশে এই বিপুল জনগোষ্ঠীর টিকে থাকাই তো কঠিন ব্যাপার! কিন্তু বাংলাদেশ ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে। এ দেশে এখন প্রায় শতভাগ ছেলেমেয়ে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে। আমার মতে, বাংলাদেশের এই সাফল্য অত্যন্ত লক্ষণীয় একটা ব্যাপার।
চলমান............।
বিষয়: বিবিধ
১৮৪২৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন