উন্নয়নের ধারাবাহিকতায় এবার যমুনার তলদেশে ট্যানেল নির্মাণের সিদ্ধান্ত সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ আগস্ট, ২০১৫, ০৩:১৭:৪১ দুপুর
উন্নয়নের ধারাবাহিকতায় এবার যমুনার তলদেশে ট্যানেল নির্মাণ করতে যাচ্ছে সরকার। আগামী ২০১৫-১৬ অর্থবছরের এডিপি প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে পরিকল্পনা কমিশন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে ১০টি মেগা প্রকল্পের নাম ও ব্যয় বরাদ্দসহ তালিকা সম্প্রতি পরিকল্পনা কমিশনের কাছে পাঠানো হয়েছে। ঐ ১০ প্রকল্পের মধ্যে অন্যতম একটি হল যমুনার তলদেশে টানেল প্রকল্প। উন্নয়ন সহযোগীদের সহায়তায় ছয় বছর মেয়াদে যমুনা নদীর তলদেশে বহুমুখী সড়ক ও রেল ট্যানেল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা রাখা হয়েছে। নির্ধারিত সময়ে অনুমোদিত চীন ও জাইকার অর্থায়নে এই প্রকল্পটি আগামী ২০১৮ সালের ডিসেম্বরে সমাপ্ত করার পরিকল্পনা রাখা হয়েছে।
বিষয়: বিবিধ
৭১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতীয় দালাল!
মন্তব্য করতে লগইন করুন