একনায়কসুলভ নেত্রীত্বের মনোভাবই বিরোধী দলগুলোকে জনবিচ্ছিন্ন করছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ আগস্ট, ২০১৫, ০৬:২৩:৪৭ সন্ধ্যা



আন্দোলন ও দল গোছানোসহ যে কাজেই হাত দেন বিএনপি চেয়ারপারসন, গোপনে সে কাজের বিরোধিতা করেন দলীয় নেতারা। তাই এসব কাজে সফলতা অর্জন করতে পারছেন না তিনি। আর এ কারণেই, বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র নেতাদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়। এসব সিনিয়র নেতা দলীয় নেত্রীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পাল্টা বিএনপি গঠন করেন। সেই সঙ্গে তারা বিএনপি থেকে বিএনপি নেতা ও তার পুত্রকে মাইনাস করার জোর চেষ্টা চালান। রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি ও তার সাথী দলগুলো এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। নির্বাচনে অংশ নিলে যাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল এমন দলীয় নেতারা, নেত্রীর ওপর ক্ষুব্ধ হন।এখন সেই নেতারাই বিকল্প বিএনপি গড়ার জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বিকল্প বিএনপিতে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন মামলার কারণে পালিয়ে বেড়ানো বিদেশে চলে যাওয়া অনেক সিনিয়র নেতা।জিয়াউর রহমানের বিএনপির জন্য যেসব নেতা অন্তপ্রাণ, তাঁরা বলছেন, ওয়ান-ইলেভেনে বিএনপি না ভাঙলেও এবারকার ধাক্কা খালেদা-তারেকের পক্ষে সামলানো কঠিন হবে। কারণ আর কিছুই নয়, বিএনপি নেতা ও তার পুত্রের একনায়কসুলভ মনোভাবই এবার বিএনপিকে ছিন্নবিচ্ছিন্ন করবে।

বিষয়: বিবিধ

৯৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337171
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
রক্তলাল লিখেছেন : তুই হালা বড় দরদী বিরোধীদের ব্যাপারে।

সেজন্যই ৯৫% মনুষের মতামতকে রক্ত ভাসিয়ে উপেক্ষা করে ভারতের 'র' এর জোরে সরকারে বসে আছিস।
জনগণের জন্য এত দরদ তোদের, সরকারে জোর করে বসে আছিস কেনো?


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File