গুনগত মানসম্পন্ন দুনিয়া সেরা চামড়া এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে, শীঘ্রই রপ্তানিতে যুক্ত হতে যাচ্ছে চামড়াজাত পণ্য
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ আগস্ট, ২০১৫, ০৩:০৮:৩৩ দুপুর
দুনিয়া সেরা চামড়ার পাদুকা তৈরি হচ্ছে বাংলাদেশে। বিক্রি হয় ডলারে। ইউরোপ-আমেরিকার সেরা ব্র্যান্ডের পাদুকার শো’রুমগুলোতে থরে থরে সাজানো জুতাগুলো এখন তৈরি হচ্ছে বাংলাদেশেই। গার্মেন্টসের পর রফতানিতে এবার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাতপণ্য। উৎপাদিত পাকা চামড়ার ৫০ ভাগ ব্যবহার হচ্ছে অভ্যন্তরীণ মার্কেটে। এ শিল্পের বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগের পরবর্তী গন্তব্য হচ্ছে বংলাদেশ। এ কারণে পাদুকা শিল্পে বাড়ছে যৌথ বিনিয়োগ। এ শিল্প বিকাশে পর্যাপ্ত চামড়া প্রক্রিয়াজাত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জুতা তৈরির জন্য যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ও রফতানিতে নগদ সহায়তা দিয়েছে সরকার। চামড়া শিল্প উন্নয়নে রোডম্যাপ তৈরি করা হচ্ছে। পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে আগামী বছরের মার্চ মাসের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের তাগিদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এসব উদ্যোগের ফলে রফতানি বাণিজ্যে চামড়া শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। চামড়া শিল্পের ৯০ শতাংশ কাঁচামাল দেশে উৎপাদিত হচ্ছে। পাদুকা ও অন্যান্য পণ্য তৈরিতে উৎপাদিত পাকা চামড়ার মাত্র ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। ওই হিসেবে চামড়ার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের প্রসার পাঁচ গুণ বাড়ানো সম্ভব। রফতানিতে চামড়া শিল্পের অবস্থান এখন দ্বিতীয়। বর্তমানে চামড়া শিল্পে ২২০টি ট্যানারী চামড়াজাত পণ্য উৎপাদনে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ১১০টি মাঝারি ও বৃহৎ শিল্প জড়িত রয়েছে।
বিষয়: বিবিধ
৭৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন