আসুন মিথ্যাচারে পরিপূর্ণ দালাল মিডিয়া “প্রথম আলো” এবং “THE DAILY STAR” পত্রিকা পড়া থেকে বিরত থাকি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ আগস্ট, ২০১৫, ০৩:০২:৩৯ দুপুর

গতকাল প্রথম আলো পড়তে গিয়ে দেখলাম অস্বাভাবিক বড় বড় আকারে শিরোনামে লিখেছে “রাঙামাটির বাঘাইছড়ি সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ আদিবাসী নিহত”। যা প্রথম আলোর মিথ্যা প্রচারণা। দেশের সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তিকে দেশে, বিদেশে ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য করা। একদল চাঁদাবাজ, সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী জোরপূর্বক নিরীহ পাহাড়ীদের বাসস্থানে অবস্থান করে নারী, পুরুষের উপর নির্মম অত্যাচার করে। দেশ প্রেমিক সেনাবাহিনী দেশদ্রোহী সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা সেনাবাহিনী গুলিবর্ষণ করে আর তাতেই ৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি চায়নিজ রাইফেল, তিনটি এসএলআর (এম-১৬), গুলিভরা ম্যাগাজিনসহ একটি এলএমজি, একটি এসএমসি, একটি পিস্তল, সেনাবাহিনীর ছয়টি প্যান্ট, ১০টি শার্ট ও টুপি এবং কোমরে গুলি রাখার বেল্ট উদ্ধার করা হয়েছে। দৈনিক পত্রিকা “প্রথম আলো” এবং “THE DAILY STAR” পত্রিকা এই সন্ত্রাসীদেরকে আদিবাসী হিসাবে প্রচার করে আসছে। কিন্তু তাদের কি জানা নেই আদিবাসী কারা। আক্ষরিক অর্থে ও আভিধানিক সংজ্ঞানুসারে কোন দেশ বা স্থানের আদিম অধিবাসী বা অতি প্রাচীনকাল থেকে বসবাসরত জনগোষ্ঠীই ঐ অঞ্চলের আদিবাসী। সেই অর্থে বাংলাদেশের ভূ-খন্ডে বসবাসরত বাঙ্গালীরাই আদিবাসী। বর্তমানে বাংলাদেশের ভূ-খন্ডে বিভিন্ন সময়ে আগত অন্যন্য নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি বাংলাদেশের অধিবাসী বটে, আদিবাসী নয়। পার্বত্য চট্রগ্রামে শত বছর পূর্বেও বাঙ্গালী ছিল। সেখানে আশেপাশের দেশ থেকে আগত নৃ-গোষ্ঠীর জনগণ আজ এদেশের নাগরিক। যারা মাত্র কয়েকশ বছর আগে এই ভূ-খন্ডে প্রবেশ করেছে তারা কি করে সহস্র বছরের প্রাচীন বাঙ্গালী অধ্যুষিত অঞ্চলে আদিবাসী হয়? তারা আদিবাসী হলে বাঙ্গালীরা কি নিজ ভূমে পরবাসী? এই নৃ-গোষ্ঠী শুধু পার্বত্য চট্রগ্রামেই নয় বাংলাদেশের অন্যান্য জেলা যেমন সিলেট, দিনাজপুর, ময়মনসিংহতেও বাস করছে। জনগণকে বোকা বানাতে এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে “প্রথম আলো” এবং “THE DAILY STAR” এর মত পত্রিকা উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্য মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলাদেশের গৌরব সেনাবাহিনীর ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ম্লান করা। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষেপীয়ে তোলা। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এই সেনাবাহিনী পূর্বেও কাজ করে গেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। সুতরাং যারা এই বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন করছে আসুন আমরা তাদেরকে পরিহার ও বর্জন করি।

বিষয়: বিবিধ

৬৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336438
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৯
নারী লিখেছেন : প্রথম আলোদের তো কজই এরকম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File