জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেশের সকল সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে সরকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ আগস্ট, ২০১৫, ০৫:৩০:৫০ বিকাল
দেশের সকল সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারের নির্দেশনায় এ কর্মসূচী বাস্তবায়ন করে স্বাস্থ্য অধিদফতর। সরকারী ছুটির দিনেও চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের অভিভাবকরা। এদিন শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই বিনামূল্যে প্রায় সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসা পরামর্শ সেবা দেয়া হয়। সারাদেশে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন হাজার হাজার রোগী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় দেশের সাধারণ মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে গেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তা বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার ছুটির দিনেও দেশের হাজার হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে। এদিন কোন ফি নেয়া হয়নি। দেশের কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। সব কিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে মনে খুব শান্তি ও তৃপ্তি অনুভব করছি বলে জানান ডাক্তাররা। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ৬ হাজার রোগীকে সেবা প্রদান। বিশ্ববিদ্যালয়ের ৯৯টি কক্ষে ২১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ চিকিৎসাসেবা প্রদান করেন। এর মধ্যে মেডিসিন অনুষদে ৩৭৮৫, সার্জারি অনুষদে ২৩৮৩ এবং দন্ত অনুষদে ২১৯ জন রোগীকে সেবা প্রদান করা হয়। দেশের অন্যসব হাসপাতালেও হাজার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদিন বহির্বিভাগে রোগীদের আগমন ছিল বেশ লক্ষণীয়।
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন