রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণে বিশেষ গুরুত্ব সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ আগস্ট, ২০১৫, ০৫:০৮:১৬ বিকাল
রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এয়ারপোর্ট-কমলাপুর ও গাবতলী-ভাটারা পর্যন্ত আরও দুই রুটে মেট্রোরেল চালুর জন্য শীঘ্রই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করছে সরকার। এয়ারপোর্ট-খিলক্ষেত-ভাটারা-বাড্ডা-রামপুরা-খিলগাঁও (পূর্বাচলসহ)-কমলাপুর পর্যন্ত এমআরটি-১ এর দৈর্ঘ্য হবে ২৮ কিলোমিটার। আর গাবতলী-দারুস সালাম-মিরপুর ১-মিরপুর ১০-খিলক্ষেত-বনানী-ভাটারা রুটে ১৩ কিলোমিটারের এমআরটি-৫ লাইন নির্মাণ হবে। যমুনা নদীর নিচ দিয়ে ১৩ কিলোমিটারে দীর্ঘ একটি টানেল নির্মাণ করা হবে। এশিয়ান হাইওয়ের সঙ্গে কানেকটিভিটিতে এই টানেল ভূমিকা রাখবে এবং উত্তর জনপদের সঙ্গে রাজধানী ঢাকার কানেকটিভিটি আরও সুদৃঢ় করতে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আগামী ১৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত ২০ দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্যরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে। এর ফলে রাজধানীর যানজট অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা যায়।
বিষয়: বিবিধ
৮৩৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধুতিচাটা!
Earlier Government planned under ground. they moved from their idea.Elevated is good but Transportation Planning and growth projection too poor. only 20 years.Based on population density, this is not enough for mega city.Government Should think Shanghai Transit system.
মন্তব্য করতে লগইন করুন