এসডিজি পুরনে বাংলাদেশ আবারও একবার সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ আগস্ট, ২০১৫, ০৩:৩১:৩০ দুপুর



আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এসডিজি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ। বাংলাদেশসহ বিভিন্ন স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হতে চাইলে ২০১৫ পরবর্তী ১৫ বছর মেয়াদী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসডিজিই হবে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের প্রধান নিয়ামক। বিশ্বব্যাপী কাঠামোগত যে পরিবর্তন এসেছে, সে আলোকে নীতির সংস্কার আনতে হবে। একই সঙ্গে সামষ্টিক অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়ন, শিল্পায়নে নতুন নীতিমালা প্রণয়ন, উৎপাদনশীলতা এবং সম্পদ আহরণ বাড়ানোর ওপর জোর দিতে হবে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিশু মৃত্যুহার হ্রাস, শিক্ষা ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে রয়েছে। ইতোমধ্যেই উন্নয়ন অগ্রগতির অংশ হিসেবে বাংলাদেশ শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্য অর্জন করায় জাতিসংঘ এমডিজি পুরস্কারও পেয়েছে। এসডিজির প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি হলেও আরও ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা রয়েছে। এসব লক্ষ্যমাত্রা উন্নয়নে এক যোগে কাজ করবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের সামর্থ্য অনেক বেশি। সেজন্য এসডিজি লক্ষ্যমাত্রা পূরণেও বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে। সর্বোপরি সফলভাবে এসডিজি বাস্তবায়ন হলে বাংলাদেশ সমগ্র বিশ্বে রোল মডেলে পরিণত হবে ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

৮৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335410
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৩
শুভ কবি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File