আদর্শ থেকে দূরে সরেগিয়ে সমাজের বিকৃত চেহারা উন্মোচিত
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ আগস্ট, ২০১৫, ০৭:৩১:৫২ সন্ধ্যা
রাজনীতি প্রতিহিংসা এবং নিবর্তনমূলক ব্যবস্থা চলছে তারই ভিন্ন ভিন্ন প্রকাশ আমরা বিভিন্নরূপে দেখতে পাচ্ছি এখন। জোর যার মুল্লুক তার তন্ত্র প্রতিষ্ঠিত হওয়া, ক্ষমতার অপব্যবহার এবং এর পাশাপাশি বস্তুগত উন্নতির সাথে সাথে নৈতিক মানবিকতার বিকাশের ঘাটতি এবং আদর্শবাদের পতনের ফলে একের পর এক এজাতীয় ঘটনা ঘটছে বলে মনে করেন সমাজ বিশ্লেষেকরা। পৈশাচিক উপায়ে পিটিয়ে শিশুদের হত্যা, গণধর্ষণ শেষে হত্যাসহ নির্মম নিষ্ঠুর যেসব ঘটনা সম্প্রতি ঘটছে তার প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এর শিকার যারা হচ্ছে তারা সমাজের অসহায় দরিদ্র বঞ্চিত আর শ্রমিক শ্রেণীর মানুষ। বিশেষজ্ঞরা একে দেখছেন দুর্বলের ওপর সবলের অত্যাচার হিসেবে। উন্মত্ত পাষবিকতা আর পৈশাচিক নিষ্ঠুরতায় কেঁদে উঠছে সব বিবেকবান মানুষের মন। কিন্তু তারা অসহায়। কিছু করতে না পারার অসহায়ত্ত কুরে কুরে খাচ্ছে অনেককে। অনেকে মুষড়ে পড়ছেন নিদারুণ বেদনায় এমন সমাজ আর দেশ কোনো দিন দেখতে চাননি বলে। পত্রিকার পাতায় খবর পড়ে আর সামাজিক গণমাধ্যমে এসব নিষ্ঠুর দৃশ্য দেখে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সহ্য করতে পারছেন না অনেকে। নীরবে চোখের পানি ফেলছেন অনেক মা। নিজেকে নিহত শিশুর মায়ের স্থানে কল্পনা করে বুক ভাসাচ্ছেন অনেকে। আবার বিপরীত দিকে পত্রিকা পাঠক একজন মা বলে উঠলেন এসব খবর পড়ে আমার কেন কান্না আসছে না। আমরাও কি তবে এসব দেখতে দেখতে পাষান হয়ে যাচ্ছি? অনেকে তাদের সন্তানদের এসব নিষ্ঠুর খবর পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিষ্ঠুর নির্মমতার প্রতিবাদের পাশাপাশি অসংখ্য মানুষ প্রকাশ করে চলেছেন তাদের আর্তি এবং বেদনার কথা। অনেকে খোঁজার চেষ্টা করছেন কবে কিভাবে এ সমাজের শান্তিপ্রিয় মানুষগুলোর মধ্যে এভাবে পাষবিকতা দানা বাঁধল। কেমন করে মনুষ্যত্ব হারিয়ে এ মানুষগুলো এমন পশুর স্তরে নেমে গেল। মানুষ কেমন করে এমন পৈশাচিক কাজ করতে পারে? প্রতিটি নির্মম নিষ্ঠুর ঘটনার প্রতিক্রিয়া ফুটে উঠছে সমাজের অসহায় মানুষের হৃদয়ক্ষরণের চিত্র। রাজন হত্যার পর ফেসবুকে একজন লিখেছেন, ‘রাজন, যে মাটিতে তুমি শুয়ে আছো এ তোমার দেশ ছিল। এখানেই তুমি ভূমিষ্ঠ হয়েছ; হামাগুড়ি দিতে দিতে একদিন দাঁড়িয়ে এই দেশকেই তুমি দেখেছ। আজ মাতৃভূমি তোমাকে যে দাম দিলো এ আমার জাতির লজ্জা। তোমার জীবনের শেষ আর্তিগুলো ফ্রেম-বন্দী কিন্তু আমি ভয়ে চোখ সরিয়ে নিয়েছি।
বিষয়: বিবিধ
৭৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন