ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় বাঙ্গালী জাতির গর্ব

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ আগস্ট, ২০১৫, ০৩:৩৬:১৮ দুপুর



বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় একটি মুখ। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগের একজন সাধারণ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের অভিষেক হয়েছে খুব একটা বেশী দিন হয়নি। কিন্তু অতি অল্প সময়ে তিনি তার উচ্চশিক্ষা, মেধা, বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মের অহংকারে বা গর্বে পরিনত হয়েছেন। যে কারণে আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা কেনিয়াতে বক্তৃতা দেয়াকালে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত উন্নয়নের ক্ষেত্রে 'বাংলাদেশকে' উদাহারন হিসেবে উল্লেখ করেছেন। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। সজীব ওয়াজেদ জয় একজন তথ্য প্রযুক্তিবিদ বা আই.টি বিশেষজ্ঞ হিসেবে ২০০৭ সালে ‘ওয়াল্ড ইকোনমিক ফোরাম’ দ্বারা সারা পৃথিবীর আরও ২৫০ জন তরুন নেতার মধ্যে একজন গ্লোবাল লিডার বা তরুন বিশ্ব হিসেবে নেতা নির্বাচিত হন। (দি ডেইলি স্টার, ১৯ জানুয়ারি ২০০৭, ভলিউম ৫ নম্বর ৯৩৯)। ডিজিটাল বাংলাদেশের নেপত্বে আন্তরিকভাবে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। তিনি হচ্ছেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি বা রূপকার। তথ্য প্রযুক্তিক্ষেত্রে তার কঠোর পরিশ্রমের সুফলই আজ আমরা সমগ্র বাঙালি জাতি জীবনের সর্বক্ষেত্রে পাচ্ছি।

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333879
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
333896
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৭
আকবার১ লিখেছেন : এত বড় বীজ্ঞানী, আমেরিকায় চাকুরী পায়নি। হূম।
333898
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩২
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বিনোদন পোষ্ট এর জন্য, একটু হাসাহাসিরও প্রয়োজন আছে Happy) Happy) Happy) Happy) আমি কিন্তু পড়িনাই, ছবি দেখলেই হাসি পায় Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
333902
০৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
প্রবাসী মজুমদার লিখেছেন : তথ্য নির্ভরহীন লিখা পড়তে মন চায়না। জয় ডিজিটালের কি করেছে উদাহরন দিলে ভাল হত। বরঙ দেশটাকে লুটাপাট করে খাচ্ছে এটি সবাই জানে। ইসলাম বিদ্ধেষী জয় আমাদের কোন অহংকার নয়। এরা দেশ বিরোধীG

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File