বার্তা কেন্দ্র লিখেছেন :
লুটপাট করে কিছু লোক কোটিপতি হয়েছে-তাই বাংলাদেশ এখণ কোটিপতির দেশ..
কীবোর্ড:
বিজয় ইউনিজয় ফোনেটিক ইংরেজি
২
332261
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
রক্তলাল লিখেছেন :
মধ্য আয়ের দেশ কই পাইলি?
উন্নয়নের থই থই জোয়ার দেখস না?
দেশ এখন সৌদি, জাপান, অস্ত্রিয়া থেকে সেরা ধনী।
দেখস না এমেরিকা থেকে সাদা কালা সবাই কোদাল নিয়া বাংলাদেশে মাটি কামলা দিতে আইতেছে?
কীবোর্ড:
বিজয় ইউনিজয় ফোনেটিক ইংরেজি
৩
332296
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:২৬
আবু জান্নাত লিখেছেন :
অন্ধকে হাতী চেনাচ্ছেন নাকি?
দালালীর একটা সীমা থাকা দরকার
যে দেশের মানুষ যাকাতের কাপড়ের জন্য জীবন উৎসর্গ করে,
সাগরে ভাসিয়ে গন্তব্যহীন জিবীকার জন্য জিবন বিপন্ন করে,
লক্ষ লক্ষ নদীভাঙ্গা মানুষ উন্মুক্ত খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটায়, সে দেশকে মধ্য আয়ের দেশ বলে জাতির সাথে প্রতারণা করলেন।
দালালীর সৃঙ্খ্যল থেকে মুক্ত হোক আপনাদের মানসিকতা।
পাঠকের মন্তব্য:
উন্নয়নের থই থই জোয়ার দেখস না?
দেশ এখন সৌদি, জাপান, অস্ত্রিয়া থেকে সেরা ধনী।
দেখস না এমেরিকা থেকে সাদা কালা সবাই কোদাল নিয়া বাংলাদেশে মাটি কামলা দিতে আইতেছে?
অন্ধকে হাতী চেনাচ্ছেন নাকি?
দালালীর একটা সীমা থাকা দরকার
যে দেশের মানুষ যাকাতের কাপড়ের জন্য জীবন উৎসর্গ করে,
সাগরে ভাসিয়ে গন্তব্যহীন জিবীকার জন্য জিবন বিপন্ন করে,
লক্ষ লক্ষ নদীভাঙ্গা মানুষ উন্মুক্ত খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটায়, সে দেশকে মধ্য আয়ের দেশ বলে জাতির সাথে প্রতারণা করলেন।
দালালীর সৃঙ্খ্যল থেকে মুক্ত হোক আপনাদের মানসিকতা।
মন্তব্য করতে লগইন করুন