অভ্যন্তরীন চাহিদা পূরণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা সরকারের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ জুলাই, ২০১৫, ০৩:১৩:৫১ দুপুর



অভ্যন্তরিন চাহিদা পূরণ ও আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। এ লক্ষ্যে নানামুখী পরিকল্পনা নিয়েছে সরকার। 'স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট' শীর্ষক প্রকল্পটি সেই পরিকল্পনারই অংশ বিশেষ। এজন্য ২ লাখ ৬০ হাজারজনকে প্রশিক্ষণ দেয়া হবে। এতে ব্যয় হবে ৬ লাখ ৭০ হাজার ডলার। 'স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট' শীর্ষক প্রকল্পে কাজ করবে বেসরকারি আটটি সংস্থা। এসব প্রতিষ্ঠান ১ লাখ ৯২ হাজার ৬০০ জনকে প্রশিক্ষণ দেবে। আর রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেয়া হবে ৬৭ হাজার ৪০০ জনকে। এতে অংশগ্রহণের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হলেই চলবে। প্রশিক্ষণের জন্য ১৫টি খাতকে চিহ্নিত করা হয়েছে। তবে প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে পোশাক, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, হালকা প্রকৌশল, জাহাজ ও চামড়াশিল্পের ওপর। প্রকল্পটির আওতায় প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে নারী-পুরুষ সমতার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। প্রকল্পটির আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ৪৩ হাজার ৮০০ জনকে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ৪১ হাজার ৫১০, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ৩০ হাজার ৯৬০, বাংলাদেশ কলসেন্টার অপারেটরস অ্যাসোসিয়েশন (বাককো) ১০ হাজার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এলএফএমইএ) ২১ হাজার ৩৮৫, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বাসি) ১৩ হাজার ৫, লাইট ইঞ্জিনিয়ারিং ৮ হাজার ৯৪০ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২৩ হাজার জনকে প্রশিক্ষণ দেবে। এছাড়া পাবলিক ট্রেনিং ইনস্টিটিউশন ৪৭ হাজার ৪০০ জন, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ ১০ হাজার ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ১০ হাজার জনকে প্রশিক্ষণ দেবে। সরকারের এ পরিকল্পনার ফলে একদিকে যেমন অভ্যন্তরিন চাহিদা পূরণ হবে, অন্যদিকে আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরি হবে।

বিষয়: বিবিধ

৮১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332215
২৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাবা জয়কে দিয়া, যে হাজার হাজার আইটি স্পেশালিষ্ট বানাইয়া ইউরোপ-আমেরিকায় সাপ্লাই দেওয়ার কথা ছিল, সেই প্রজেক্টের খবর কি? নাকি টাকা-পয়সা অলরেডি গায়েব। অনেক ধন্যবাদ
332236
২৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৪
কুয়েত থেকে লিখেছেন : দালালী আর কাকে বলে তা জাতিকে আপনিই শেখালেন। ডিজিটাল দেশ হয়েছে কতই আগে প্রবাসে আমাদের অবৈধ সরকারের যে ভাব মূর্তী তা সামাল দেওয়ার সাধ্য আমাদের নেই। কত কর্মী দেশের বাইরে গেল আর কত কর্মীদেশে ফেরৎ আসল তার হিসাবটা নেন। তার পর সাফল্যর হিসাব করেন। যারা প্রশিক্ষন পাচ্ছেন তারা কারা..? ধন্যবাদ
332267
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রক্তলাল লিখেছেন : আর এ'দিকে জনতা ধুতিচাটা বন্ধের পরিকল্পনা নিতেছে।
সে অনুযায়ী সব ধুতিচাটাদের ধরে ওপারে পাঠিয়ে দেওয়া হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File