প্রযুক্তির মাধ্যমে সরকারের সঙ্গে জনগণের সংযোগ স্থাপনে ব্রডব্যান্ড ইন্টারনেটে যুক্ত হচ্ছে ১২০০ ইউনিয়ন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ জুলাই, ২০১৫, ০৫:২৬:৫০ বিকাল
দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আসছে দেশের এক হাজার ২০০ ইউনিয়ন। 'ইনফো সরকার ৩' প্রকল্পেরও আওতায় সাড়ে ৮ হাজার কিলোমিটার ফাইবার অপটিক কেবলের মাধ্যমে গতিময় ইন্টারনেট সুবিধা পাবে দেশের প্রান্তিক জনগণ। প্রকল্পটি বাস্তবায়ন করবে আইসিটি বিভাগ। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে চাইনা রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটিড। চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে ২০১৭ সালের নভেম্বরে প্রকল্পটির কাজ শেষ হবে। প্রকল্পটি অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্পটির আওতায় সাত বিভাগ, ৬৪ জেলা ও ৬৪ উপজেলা, ৩১৯ পৌরসভা এবং ১০০টি কলেজে ৫৫৪টি বিজনেস প্রসেস আউটসোর্সিং [বিপিও] সেন্টার স্থাপন করা হবে। এ ছাড়া সাত বিভাগ, ৬৪ জেলা এবং ১০০টি কলেজ ভিডিও কনফারেন্সিং সিস্টেমের আওতায় আসবে। ১০ গিগাবিট পার ইথারনেটের মাধ্যমে জেলা আইসিটি সেন্টার থেকে বিভাগীয় সদর দপ্তর অথবা ন্যাশনাল ডাটা সেন্টারে এবং ইউনিয়ন আইসিটি সেন্টার থেকে জেলা আইসিটি সেন্টারে ব্যাকবোন নেটওয়ার্ক ব্যান্ডউইডথ বিস্তৃত করা হবে। ২০০ উপজেলায় আইসিটি সেন্টারের ব্যাকবোন নেটওয়ার্ক হালনাগাদকরণ এবং ৬৪টি জেলা আইসিটি সেন্টারে ৬৪টি ব্যাকবোন রাউটার স্থাপন করা হবে। এ ছাড়া পরীক্ষামূলকভাবে ২৫০ ক্লায়েন্টের ডেস্কটপ ক্লাউড চালু, নেটওয়ার্ক সরঞ্জাম পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্ক ব্যবস্থাপনা পদ্ধতি বিস্তৃত করা হবে। আর নেটওয়ার্ক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে সার্বক্ষণিক থাকবে সহায়তা ডেস্ক। জনগণের দোরগোড়ায় প্রযুক্তির সুফল পৌঁছে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। সরকারের সঙ্গে জনগণের সংযোগ স্থাপনে প্রকল্পটির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি দক্ষতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে। এ ছাড়া নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলা গভ নেট এবং ইনফো সরকার-২ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় সব উপজেলাকে ফাইবার অপটিক কেবলের আওতায় আনা হয়েছে।
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন কি আমরা উন্নয়নের ঠেলায় চান্দে বা মঙ্গলে চলে যাব?
েষব কথা বলে কি সরকারের ভাবমূর্তি ভাল হয় নাকি হাসির পাত্রে পরিণত হচ্ছে?
ছাগলের কাঠালপাতার সাপ্লাই কমে যাচ্ছে মনে হয়?
মন্তব্য করতে লগইন করুন