বদলে যাচ্ছে বিএনপি, বাদ পড়ছেন দুর্নীতিবাজ খালেদা-তারেক (পর্ব-৩)

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ জুলাই, ২০১৫, ০৭:১৩:২৭ সন্ধ্যা



অভিমানে তাই অনেকে দল ছেড়েছেন। অনেকে হয়ে পড়েছেন নিষ্ক্রিয়। পরিবর্তন প্রত্যাশী অংশটা সেই নিষ্ক্রিয়দের সক্রিয় করেই প্রকৃত ‍অর্থেই জিয়ার দলে পরিণত করতে চাইছে বিএনপিকে। আর এ পরিকল্পনায় তারা সামনে আনতে চাইছে বিএনপি ঘেঁষা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে। দলের ভেতর থেকে রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল ওসানাউল্লাহ নিরুর মতো তরুণ নেতাদের ওপর দারুণ আশা ও ভরসা তাদের। ওয়ান-ইলেভেনের পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কারপন্থি বনে যাওয়া নেতাদেরও মাইনাসেই রাখতে চান তারা। তবে সাদেক হোসেন খোকা সম্পর্কে তাদের ধারণা নেতিবাচক হলেও সংস্কারপন্থি বিএনপির মহাসচিব মেজর (অব.) হাফিজ ‌উদ্দিন আহমেদ এর ব্যাপারে মনোভাব ততোটা নেতিবাচক নয়। আবার স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও টিকে যেতে পারেন জিয়ার আদর্শে পুনর্গঠিত বিএনপিতে। বিএনপিকে এমন আমূল পালটে ফেলার লক্ষ্যে এরই মধ্যে বেশ ক’টি বৈঠকও করেছেন পরিবর্তন প্রত্যাশীরা। ঈদ-উল ফিতরের পর থেকেই এ বিষয়ক তৎপরতা শুরু হয়েছে। যেহেতু খালেদা জিয়াও ঈদের পরই দল পুনর্গঠনের চিন্তা করছেন, তাই তার স্বৈরাচারী তৎপরতার কবল থেকে দলকে মুক্ত করার এটাই সঠিক সময়।

(............শেষ)

বিষয়: বিবিধ

৮২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331307
২৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
রক্তলাল লিখেছেন : বদলে যাচ্ছে বাংলাদেশ। বাদ পড়ছে স্বৈরাচারী, গায়ে মানে না আপনি মোড়ল, ভোট চোর হাসিনা।
331312
২৩ জুলাই ২০১৫ রাত ০৮:১৬
শেখের পোলা লিখেছেন : বি এন পি বদলালে দুই জন বাদ পড়ছে আর আওয়ামীলীগ বদলালে সবাই বাদ পড়বে৷ ঠক বাছতে গাঁ উজাড় হবে৷
331370
২৪ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৪
হতভাগা লিখেছেন : খালেদা এখন পঁচা ইলিশ । আর তারেক দেশে এলেই বিমান বন্দরের লোকেরা তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File