দেশি-বিদেশি পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজার পর্যটন শিল্প
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ জুলাই, ২০১৫, ০৩:১০:৫২ দুপুর
ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে পর্যটকরা কক্সবাজারে আগমন করেছেন। পর্যটকদের উচ্ছাস যেন নব উদ্যমে কক্সবাজারকে রাঙিয়ে তুলেছে। এতে করে সমুদ্র সৈকত ছাড়াও জেলার পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠেছে পর্যটকের পদভারে। দেশি-বিদেশি পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে এখানকার পর্যটন শিল্প। ছোট-বড় কোনো হোটেল- মোটেল, গেস্টহাউস-কটেজ কিংবা ফ্ল্যাটে তিল ধারণের জায়গা নেই। রাজনৈতিক স্থিতিশীলতা ও হরতাল-অবরোধ না থাকায় এবং কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার সর্ব স্তরের ব্যবসায়ীরা। কয়েক বছরের সব ক্ষতি পুষিয়ে এবার লাভের মুখ দেখার অপেক্ষায় পর্যটন শিল্পকে কেন্দ্র্র করে মোটা অঙ্কের বিনিয়োগ করেন ব্যবসায়ীরা।খুশিতে আত্মহারা সর্বস্তরের ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর পর্যটকদের পেয়ে খুশির ভাগ থেকে বঞ্চিত হচ্ছেন না বাস-মিনিবাস-রিকশা-টমটম, সিএনজি থেকে শুরু করে পরিবহন সেক্টরে বিনিয়োগকারীরাও।আনন্দের দিনগুলোকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পাড়ি জমিয়েছেন লাখো পর্যটক। বর্তমানে রাজনৈতিক দলগুলোর সহনশীল অবস্থার কারণে এবং আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীরা সুন্দর মতো ব্যবসা-বাণিজ্য করছেন। ফলে স্বস্তিতে দিন কাটাতে পারছেন ব্যবসায়ীরা। যেখানে কয়েকশ টাকা বিক্রি হতো সেখানে বর্তমানে কয়েক হাজার টাকার বিক্রি হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত বাস সার্ভিস চালু হয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য পরিবহনগুলো বিশেষ সুবিধাও প্রদান করে যাচ্ছে।এদিকে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে সরকার পর্যটকদের নিরাপত্তায় সব সময় সর্তকাবস্থায় রয়েছে পুলিশ। পর্যটকরা যাতে কোনো ধরনের ছিনতাই কিংবা হয়রানির শিকার না হয় সে জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে এবং পর্যটক বেশে পুরুষ-মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে সরকারের পক্ষথেকে ।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্রিটেইন, এমেরিকা, কানাডা থেকে সাদা হোক, কালো হোক - হুড়মুড় করে লোকজন বাংলাদেশে যাচ্ছে জীবিকার সন্ধানে।
নর্দমার কীট ধুতিচাটা গোলাম তোর হিজড়ামি বন্ধ করবি?
মন্তব্য করতে লগইন করুন