জুমাতুল বিদা’ মসজিদে মসজিদে আজ শপথ হোক সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ জুলাই, ২০১৫, ০২:৪০:০৯ দুপুর
জুমাতুল বিদা দিবসকে ঘিরে জেগে উঠেছেন রোজাদার মুসলমানরা। রোজার শেষ মুহূর্তে এসে জুমাতুল বিদায় শরিক হওয়ার জন্য মসজিদে মসজিদে উপচে পড়বেন রোজাদার মুসল্লিরা। এ জুমাতুল বিদায় মসজিদের খতিবের মুখে বারবার ধ্বনিত হবে আল বিদা মাহে রমজান, আল বিদা মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের বিদায়ের সানাই খতিব সাহেবানের মুখে মুখে করুণ সুরে বেজে উঠবে।রোজাদার মাত্রই আজ দলে দলে শামিল হবে জুমাতুল বিদায়।একটি বছরের জন্য মাহে রমজানের বিদায়ে ইমানদার জনতা কোনোভাবেই সান্তনা খুঁজে পায় না। আল্লাহর করুণা, ক্ষমা ও মুক্তির সওগাত রমজানের দিনগুলো ফুরিয়ে যাওয়া তাদের কাছে বিষাদতুল্য, অপ্রত্যাশিত মনে হয়। সিয়াম সাধনা ইবাদত রিয়াজত বন্দেগি, দান সদকাহ, জাকাত-ফিতরা আদায় ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর অশেষ পুণ্যের আবাহনে যারা সিক্ত ও সমৃদ্ধ হয়- সেই ইমানদার জনতা ভাবেন যদি সারা বছর এমন সুযোগ পাওয়া যেতো কতই না ভালো হতো! মাহে রমজানের বিদায়ে ইমানদার জনতার অস্তিত্ব জুড়ে আজ রক্তক্ষরণ ঘটছে। মন যে প্রবোধ মানে না। বিদায় বেলায় তারা গভীর মমতায় মাহে রমজানের অতিথিকে অস্ফুট স্বরে বলে- আবারো ফিরে এসো আমায় ধন্য করতে- হে মাহে রমজান! মানুষে মানুষে মিলনের মধ্য দিয়ে ভেদবুদ্ধি লুপ্ত হবে এবং বিনাশ ঘটবে অশুভ সাম্প্রদায়িকতার। জুমাতুল বিদার দিনে মুসলিম জনতার ইমানী চেতনা শাণিত হবে এবং নবউদ্যমে নতুন শপথে তারা জেগে উঠবেই- এই আশাবাদ সবার।আনসার উল্লাহ বাংলা টিম, জামাতুল মোজাহেদিন, আল্লাহর দল, হরকতুল জিহাদ ও হিজবুতিদের আল্লাহর বিধান কায়েমের নামে কতলের হুঙ্কার এখনো থামেনি। আবারো মৃত্যুফাঁদ তৈরিতে তৎপর ওরা। কী আশ্চর্য ওরা মানুষের শান্তি হরণ করছে আল্লাহর আইন প্রতিষ্ঠার দোহাই দিয়ে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য ওরা মসি ছেড়ে অসি নিয়ে লড়ছে দেশে আল্লাহ্র আইন প্রতিষ্ঠার কথা বলে যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে, সামাজিক শান্তি বিনষ্ট করছে, হিংস্রতার জাল ফেলেছে তাদের ব্যাপারে সতর্ক করতে হবে সর্বস্তরের মুসলমানদের। কোনোভাবেই এদের প্রশ্রয় দেয়া যাবে না। উগ্রতা, জঙ্গিবাদ, দলীয় স্বার্থনিষ্ঠ রাজনীতির পঙ্কিল হাতিয়ার হয়ে না থেকে মসজিদ, আলেম ও ইমামদের ইসলাম নির্দেশিত গণমুখী পথ-মতকে গ্রহণ করে এর লালনে সযত ও দায়িত্বশীল হওয়াই আজ জাতীয় প্রত্যাশা। মসজিদে মসজিদে আজ শপথ হোক সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার।আল্লাহপাক সবার জীবন সুন্দর, পরিশুদ্ধ ও আলোকিত করুন। মাহে রমজানের জুমাতুল বিদা থেকে সবাইকে জীবনের পথ নির্দেশনা গ্রহণের ও আত্মশুদ্ধির পথে অটল থাকার প্রেরণা লাভের সুযোগের জন্য আল্লাহর কাছে বিনীত ফরিয়াদ জানাই। আসুন মাহে রমজানের আত্মশুদ্ধির শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার পাশপাশি সম্প্রীতিময় মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার শপথে আজ উজ্জীবিত হই।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন