মাইলফলক অর্জনে বিস্মিত আজ বাংলাদেশ। একদিনে ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ জুলাই, ২০১৫, ০৩:২৮:০৩ দুপুর



ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুন হয়েছে। ২০২১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াট করার লক্ষ্যে ২০১৩ সালে বাংলাদেশ রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি সম্পাদন করেছে। এছাড়াও, দুটি ভারতীয় কোম্পানি পিডিবির সাথে চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে। তাছাড়া সদ্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সীমা ৫০০ থেকে ১ হাজার মেগাওয়াটে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন দ্বিগুন। তার উৎকৃষ্ট উদারহন হচ্ছে বাংলাদেশে গত একদিনের বিদ্যুৎ উৎপাদন। একদিনে বিদ্যুৎ উৎপাদন ৮ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বাংলাদেশ। গতকাল রাত ৯.৩০ মিনিটে ৮ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই সময়ে সারাদেশে কোথাও লোডশেডিং হয়নি। এই মাইলফলক অর্জনে ৪ হাজার ৯৭৮ মেগাওয়াট এসেছে গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং তেল চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে এসেছে ২ হাজার ৪০২ মেগাওয়াট। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৫ মেগাওয়াট, জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট এবং অবশিষ্ট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হয়েছে। সত্যিই বিদ্যুতে প্রশংসনীয় অর্জন বর্তমান সরকারের।

বিষয়: বিবিধ

৮৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329032
০৭ জুলাই ২০১৫ রাত ০৯:১৮
রক্তলাল লিখেছেন : এই বিদ্যুৎ ধুতিচাটা ভারটীয় দালালদের পিছনে দেওয়া হবে।

০৮ জুলাই ২০১৫ রাত ০১:৩৭
271266
অপি বাইদান লিখেছেন : সবই খাম্বা তারেকের অবদান।
329039
০৭ জুলাই ২০১৫ রাত ০৯:৪৫
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : তারপরও গতকাল কয়েকবার কারেন্ট গেছে!!
অন্যান্যদিন কিন্তু কারেন্ট আমাদের এলাকায় একবারও যায় না।
329057
০৮ জুলাই ২০১৫ রাত ০১:৩৮
অপি বাইদান লিখেছেন : সবই খাম্বা তারেকের অবদান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File