হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার ছিটমহলে ৫০০ নলকূপ বসানোর পরিকল্পনা সরকারের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ জুলাই, ২০১৫, ০৪:০৬:০৩ বিকাল



দীর্ঘদিন নাগরিক সুবিধাবঞ্চিত ছিটমহলবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে লালমনিরহাট জেলায় ৩৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে লালমনিরহাট জেলা পরিষদের অনুকূলে এ টাকা বরাদ্দ করা হয়। আনুমানিক হিসাবে ওই টাকা দিয়ে পাঁচশতাধিক নলকূপ বসাচ্ছে সরকার। এটি শুধু লালমনিরহাট জেলায় বাংলাদেশের ছিটমহলবাসীর সুপেয় পানি সরবরাহের কাজেই ব্যবহার করা যাবে। আপাতত লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার ছিটমহলে নলকূপ বসানো হচ্ছে। কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারী জেলার মধ্যে অবস্থিত ছিটমহলের বাসিন্দাদের জন্যও সুপেয় পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। অন্যান্য অবকাঠামো উন্নয়নেও পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী ৩১ জুলাই থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত ছিটমহলের বিনিময় হবে। তারপরই ঐ সমস্ত কাজ শুরু হবে। এখন এ দেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল পাবে বাংলাদেশ। এখানে জমি আছে ১৭ হাজার ১৬০ একর এবং ২০১১ সালের হিসাব অনুযায়ী লোকসংখ্যা ৩৭ হাজার ১৮৬ জন। তবে এখন মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে স্থানীয় সরকার বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে। বাংলাদেশের প্রাপ্য ভূমির উন্নয়নমূলক কাজে এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিনিময় কাজ সম্পন্ন হলে অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন কাজ শুরু হবে। সম্প্র্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে ছিটমহলের জন্য করণীয় সম্ভাব্য কার্যক্রমও নির্ধারণ করছে সরকার।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328339
০২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
রক্তলাল লিখেছেন : ঠিক কইছত!

আর পাবলিকের পরিকল্পনা তুইসহ সব ভারতীয় ধুতিচাটাদের পাছায় নলকূপ বসানোর।

০৪ জুলাই ২০১৫ রাত ১২:৪৪
270743
অপি বাইদান লিখেছেন : মুমিন পাবলিকের কতই না পরিকল্পনা। শেষমেশ বোকোহারাম, আইসিস আর তালেবান।
০৪ জুলাই ২০১৫ রাত ০৩:৩৬
270751
রক্তলাল লিখেছেন : শেষমেশ অপি বাইদান আর তসলিমা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File