বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর সূচকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ জুন, ২০১৫, ০৩:২৪:০৯ দুপুর
বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রতিবেশি ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ও নেপালের পর বাংলাদেশের অবস্থান তৃতীয়। চলতি সপ্তাহে ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস এর ‘গ্লোবাল পিস ইনডেক্স’ (জিপিআই) নামে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর সূচক প্রকাশ করেছে। এই সূচকে বিশ্বের ১৬২টি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৮৪ তম। সিএনএনের এক খবরে বলা হয়, সূচক প্রকাশে অপরাধ, সহিংসতার মাত্রা, অভ্যন্তরীণ ও বহির্মুখী সহিংসতা ও সামরিক শাসনের মতো বিষয়গুলো বিবেচনা করেছে সংস্থাটি। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী শান্তিবস্থা বিরাজ করছে। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে সূচকের শীর্ষে রয়েছে আইসল্যান্ড। শীর্ষ ১০টি শান্তিপূর্ণ দেশের মধ্যে ছয়টি ইউরোপ মহাদেশের। বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে ইউরোপ। কারণ এখানে অভ্যন্তরীণ ও বৈদেশিক সহিংসতা কম। কম শান্তিপূর্ণ বা সহিংসতাপূর্ণ দেশ হিসেবে সূচকের তলানিতে রয়েছে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান। ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিসের প্রতিবেদন অনুযায়ী, শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪ তম। বর্তমান এ সব কিছুই সম্ভব হয়েছে সরকারের সঠিক দিক নির্দেশনা, স্বদিচ্ছা, ঐকান্তিক প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসায়ের ফলে।
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন