ছোট্ট বাংলাদেশ কিন্তু এখন ভয়ংকর!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ জুন, ২০১৫, ০৩:১৪:২৭ দুপুর
বিতর্কিত আম্পায়ারিংয়ে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যায় ভারতের কাছে। সেই থেকে প্রতিশোধের জ্বালায় জ্বলছিল ক্রিকেটপ্রেমীরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রান, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে টাইগাররা শুধু প্রতিশোধ নেয়নি, বিশ্বকে আরেকবার জানিয়ে দিল বিশ্বকাপে নিরপেক্ষ আম্পায়ারিং হলে ঠিকই শেষ চারে জায়গা করে নিত বাংলাদেশ। যাক, দুই ম্যাচ জিতেই ১৬ কোটি মানুষ শান্ত থাকতে চাচ্ছে না। চায় সিরিজ। এর আগে দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করেছিল টাইগাররা। একসময় কথায় কথায় বাংলাদেশের ক্রিকেটের সমালোচনা করলেও ভারতীয় মিডিয়াগুলো স্বীকার করছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন ভয়ঙ্কর দল। ম্যাচ জেতার পর থেকেই টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া। শুধু তাই নয়, সাতক্ষীরার তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে অধিনায়ক ধোনির দেওয়া ধাক্কারও ব্যাপক সমালোচনা করেছে ভারতীয় মিডিয়া। ধোনিকে খলনায়ক বলে তিরস্কারও করেছে। বৃহস্পতিবার ভারতকে ৭৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পর ‘টাইমস অব ইন্ডিয়া’ টাইগারদের ভূয়সী প্রশংসা করেছে। শিরোনাম দিয়েছে, ‘ছোট্ট বাংলাদেশই এখন ভয়ঙ্কর’। ম্যাচে জয়ের পর মাশরাফিরা বুঝিয়ে দিয়েছেন, সিরিজ জেতা তাদের পক্ষেও সম্ভব। আরেকটি ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’ শিরোনামে লিখেছে, ‘অসাধারণ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ’। কলকাতার জনপ্রিয় দৈনিক ‘আজকাল’ও টাইগারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছে। তারা লিখেছে, ‘এ যেন শুধু জয় নয়। পাদ্মাপারে উচ্ছ্বাসের সুনামি। বাংলাদেশ এখন ক্রিকেটে এতটা এগিয়ে গেছে, যে কোনো ভয়কে জয় করা সম্ভব।’ দৈনিক ‘এই সময়’ লিখেছে, ‘বাঙালি বাঘের থাবায় ক্ষতবিক্ষত ভারত’। মুস্তাফিজকে তারা সাতক্ষীরার ‘সাত রাজার ধন’ বলে প্রশংসা করেছে। সত্যিই মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। ক্রিকেটে বাংলাদেশের জয় নতুন কিছু নয়। টেস্টে এক ইনিংসে সোহাগ গাজী সেঞ্চুরি ও হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়লেও ভারতীয় মিডিয়া সে খবর প্রকাশ করেনি। অথচ এবার ভারত ম্যাচ হারের পর বাংলাদেশ নিয়ে শুধু প্রশংসাই করছে।
বিষয়: বিবিধ
৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন