তথ্যের নিরাপত্তা ও প্রযুক্তিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আড়াই হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ জুন, ২০১৫, ০৮:৫৭:১৯ রাত

তথ্যের নিরাপত্তা এবং তথ্য ও প্রযুক্তিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি বিভিন্ন দফতরে আইটি বিভাগে কর্মরত ২ হাজার ৫০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সরকার। এরই অংশ হিসেবে এ পর্যন্ত ৮৫ জন আইটি কর্মকর্তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং নয়াদিল্লির ইএসআই ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার ইতিমধ্যে সেবা ডিজিটালাইজেশন করেছে। এ ছাড়া বিভিন্ন সেবা কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়েছে। এ ছাড়া তিন স্তরের একটি ডাটা সেন্টার জনগণকে সেবা দিচ্ছে। সেখানে সরকারি-বেসরকারি তথ্য ও ডাটা সংরক্ষিত থাকে। সেবা কার্যক্রম বাড়াতে আগামীতে চার স্তরের আরেকটি ডাটা সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এসব ডাটা ও তথ্যের নিরাপত্তা বিধানে আমাদের নিজেদের সাইবার নিরাপত্তার বিষয়ে দক্ষ বিশেষজ্ঞ দরকার। এ জন্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এলআইসিটি প্রকল্পে ২ হাজার ৫০০ জনকে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বিশেষজ্ঞ করে গড়ে তোলা হবে। সরকার প্রশিক্ষণের পাশাপাশি আলাদা সাইবার আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে এর খসড়াও প্রণয়ন করা হয়েছে। সরকারের এ পদক্ষেপের ফলে তথ্যের নিরাপত্তা এবং তথ্য ও প্রযুক্তিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাবে এ প্রত্যাশা সবার।

বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File