তারেক খালেদায় আস্থা নেই বিএনপির
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ মে, ২০১৫, ০৫:৩৫:২৬ বিকাল
বিএনপির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতার মৃত্যুর তিন যুগের মাথায় এসে দলটি এখন এক ক্রান্তিকাল পার করছে। তারেক খালেদায় প্রতি আস্থা নেই বিএনপির। বিশেষ করে গত জানুয়ারি থেকে টানা চার মাসের আন্দোলন এবং তিন সিটি নির্বাচনে প্রায় খালি হাতেই ঘরে ফিরেছে বিএনপি। এর মধ্যে দীর্ঘ সময়ের আন্দোলনের ক্লান্তিতে ছন্নছাড়া করে দিয়েছে। এমন নাজুক অবস্থা থেকে বিএনপি শিগগির সোজা হয়ে দাঁড়াতে পারবে না, এ নিয়ে সংশয়-সন্দেহ আছে বিএনপির ভেতরেও। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মতে দলের বেশির ভাগ সিদ্ধান্ত গ্রহণে স্থায়ী কমিটির কোনো ভূমিকা থাকে না। চেয়ারপারসন নিজে অথবা ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন। এসব সিদ্ধান্ত জানা যায় গণমাধ্যমের বদৌলতে। সাম্প্রতিক সময়ের আন্দোলনের যে কৌশল ও পরিকল্পনা করা হয়েছিল, তা তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন। বিএনপির তরুণদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রহণযোগ্যতা না থাকায় দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ তাঁকে মন থেকে মানতে পারে না। ফলে তারেক রহমান বা খালেদা জিয়ার উপর আস্থা করতে পারছে না বিএনপির নেতা কর্মীরা। সম্প্রতি আন্দোলনে ব্যর্থতাই এটার প্রমান।
বিষয়: বিবিধ
৮১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাগল কাঠালপাতা খা গিয়া!
মন্তব্য করতে লগইন করুন