শুধু অপেক্ষা! বহু দিনের কাঙ্ক্ষিত স্বপ্ন আজ বাস্তবে রূপায়িত হতে চলেছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ মে, ২০১৫, ০৩:১৯:০১ দুপুর



বহু ত্যাগ তিতিক্ষা আর অপেক্ষার প্রহর শেষে আশার আলো দেখা দিয়েছে দু'দেশের মধ্যেকার সীমান্ত চুক্তির বাস্তবায়নে বিরাজমান বাধা অপসারণে। দীর্ঘ ৪১ বছর পর বহুল প্রত্যাশিত বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত হতে যাচ্ছে। ভারতের পার্লামেন্টের উভয়কক্ষে সর্বসম্মতিক্রমে সম্প্রতি আইনটি পাস হওয়ায় দু'দেশের সীমানাভুক্ত ছিটমহলগুলোতে বসবাসকারী মানুষের মধ্যে আনন্দের জোয়ার লেগেছে। তাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো, পরিচয় বা অস্তিত্বের সংকট। তারা ছিটের লোক হিসেবে দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার ছিল। তাদের ভারত কিংবা বাংলাদেশ, নির্দিষ্ট কোন দেশের মানুষ ভাবা হয়নি। তারা অনেকটা পরগাছার মতো অন্য রাষ্ট্রের ওপর নির্ভর করে বেঁচে ছিল। ভারত-বাংলাদেশ দেশ বিভাগের পর থেকে এই ছিটমহলবাসী মানুষের জীবন নানাভাবে বিপর্যস্ত হয়েছে। দরিদ্রতা, অস্বচ্ছলতা, অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। ছিটমহলবাসীরা এতটা সময় ধরে সব ধরনের নাগরিক সুবিধা লাভ থেকে বঞ্চিত ছিল। তাদের জন্য ছিল না কোন শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের সুরক্ষার সুযোগ, তাদের ছিল না জাতীয় পরিচয়পত্র। ভোটাধিকারও ছিল না তাদের। ঐতিহাসিক চুক্তিটি কার্যকর হওয়ার পর এতদিনের দুঃখ দুর্দশা, হতাশা বঞ্চনার অবসান ঘটবেই আশা করা যায় আর রচিত হবে ভারত-বাংলাদেশের সম্পর্কের একটি ঐতিহাসিক অধ্যায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনির্ণেয় সীমান্ত জটিলতা সমাধানের চেষ্টা চলেছে ১৯৪৭ সাল থেকেই। রাজনৈতিক কারণে দীর্ঘ চার দশক বিষয়টি ঝুলে থাকার পর ২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় এই চুক্তির কিছু সংশোধনীতে স্বাক্ষর করেন। শেখ হাসিনা এই পর্বে ক্ষমতায় এসে ভারত ও মিয়ানমার উভয়কে বুদ্ধিদীপ্ত কুটনীতিতে বিহ্বল করে দিয়ে জাতির জন্য অবিস্মরণীয় সীমান্ত জয় এনে দিয়েছেন। তাকে অভিবাদন। সীমান্ত নিয়ে বঙ্গবন্ধু সরকার যে নীতি গ্রহণ করেছিল, তা মোটামুটি সব সরকারই সমর্থন করেছে। এখানেই বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রমাণ মিলে। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই প্রজ্ঞা ও দূরদর্শিতার ধারা বহন করেছেন সাফল্য এবং কৃতিত্বের সঙ্গে সমুদ্র এবং সীমান্ত জয়ে শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতা নিরঙ্কুশ, এটা তার অমলিন কীর্তি হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের ইতিহাসে।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322865
২৭ মে ২০১৫ দুপুর ০৩:৫৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো খবর। যদিও আরো আগেই হওয়া উচিত ছিলো
322872
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৩৫
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভারতের অন্য কোন ফন্দি আছে কিনা আল্লাহ ই ভাল জানে
322878
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৫৬
ছালসাবিল লিখেছেন : সরকারি ব্লগ Unlucky Eat Rolling on the Floor Day Dreaming
322903
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
হতভাগা লিখেছেন : ভারতের সাথে যে কোন চুক্তিতে বাংলাদেশ লুজার সাইডে থাকে । এখানেও তার কোন ব্যতিক্রম হবে বলে মনে হয় না ।

চুক্তির এ ব্যাপারে দেশবাসীকে জানানোও হবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File