থাইল্যান্ডের গণকবরের অধিকাংশই রোহিঙ্গা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ মে, ২০১৫, ০৪:৫২:২৬ বিকাল



থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পাচারকারীদের যেসকল অস্থায়ী ঘাঁটির সন্ধান পাওয়া গেছে সেখানেও আছে অভিবাসীদের অনেক কবর। এখন পর্যন্ত যতগুলো মৃতদেহ সনাক্ত করা গেছে তার বেশির ভাগই হলো রোহিঙ্গা অর্থাৎ প্রায় ৯০ আর বাকি ১০ ভাগ বাংলাদেশীসহ অন্যান্য দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশের সাদাও এলাকার জঙ্গলে একটি ঘাঁটিতে একটি গণকবর থেকে ২৬ জন অভিবাসীর কঙ্কাল উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। তাদের মধ্যে অন্তত কয়েকজন বাংলাদেশি নাগরিক বাকি সবই রোহিঙ্গা ছিলেন বলে জানিয়েছেন সেখান থেকে জীবিত উদ্ধার হওয়া এক বাংলাদেশি। থাইল্যন্ডের প্রত্যন্ত এলাকায় মানব পাচারকারীদের বড় ঘাঁটি রয়েছে। নৌকায় করে আসা মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের এই জঙ্গলের বন্দিশিবিরে আটকে রাখা হতো। পরে স্বজনদের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। মুক্তিপণ দিতে না পারা অনেকে বন্দিদশায় অনাহারে ও রোগে মারা যান।

বিষয়: বিবিধ

৭৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322668
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৩৬
egypt12 লিখেছেন : রোহিঙ্গা!!! মানুষ তো আর না... মানুষের চামড়া সাদা হতে হয় আর তবেই জাতিসংঘ পাতিসংঘ এমনকি ওহআইসি থেকেও ফতোয়া আসবে।
322683
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
ব্লগার শঙ্খচিল লিখেছেন : রোহিং্গা নয় মানুয় বলুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File