শিল্প সম্ভাবনাময় রাজশাহীতে এবার অটো কার (মোটরযান) কারখানা স্থাপনের উদ্যোগ । জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ তৈরি হবে বাংলাদেশে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ মে, ২০১৫, ০৮:২০:৩৩ রাত



শিল্প সম্ভাবনাময় রাজশাহীতে এবার অটো কার (মোটরযান) কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত তিনটি কার নির্মাতা প্রতিষ্ঠান এনা গ্রুপের সহযোগিতায় এ কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ জন্য কোরিয়ার তিন কোম্পানির একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। এতে শিল্প প্রসার ছাড়াও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপের এলাকায় শিল্পকারখানা স্থাপনের অংশ হিসেবে অটো কার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এনা গ্রুপের একটি প্রতিনিধি দল কোরিয়ায় কার তৈরি প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। কারখানা স্থাপনে নগরীর বিসিক শিল্প এলাকা নির্বাচিত করা হয়েছে। রাজশাহীতে কারখানা চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ছাড়াও কর্মসংস্থানের সৃষ্টি হবে। অর্থনৈতিক দিক দিয়ে দেশ শক্তিশালী হবে।

বিষয়: বিবিধ

৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File