দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত থেকে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ মে, ২০১৫, ০৫:৩৯:২৩ বিকাল



ভারত থেকে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি করবে বর্তমান সরকার। এর মধ্যে আগামী ডিসেম্বরে ত্রিপুরার পালাটানা বিদ্যুত কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট এবং ২০১৭ সালের মধ্যে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুত দেশটির বেসরকারী খাত থেকে আমদানি করা হবে। বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী ২০১৭ সালের মধ্যে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুত দিতে তারা সম্মত রয়েছে। দেশটির বেসরকারী খাত থেকে দরপত্রের মাধ্যমে এই বিদ্যুত কিনে আনতে হবে। ভেড়ামারায় এ জন্য আরও একটি ৫০০ মেগাওয়াটের ব্যাক টু ব্যাক সাবস্টেশন বসাতে হবে। তবে বিদ্যুতের সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধি করতে হবে না। এখন ভারত-বাংলাদেশ বিদ্যুত সঞ্চালন লাইনটি এক হাজার মেগাওয়াট বিদ্যুত পরিবহন করতে পারে। আগামী ২০১৭ সালে এসব বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আসতে শুরু করবে। ২০২১ এর মধ্যে তিন হাজার মেগাওয়াটের মতো বিদ্যুত পাওয়া যাবে এখান থেকে। রামপাল-১৩২০ মেগাওয়াট প্রকল্পের প্রথম ইউনিট উৎপাদনে আসবে ২০১৮ এর ডিসেম্বরের মধ্যে। এ লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। রামপাল প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রকল্পটিকে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত এবং বাংলাদেশ প্রকল্পটিতে ৩০ ভাগ অর্থ বিনিয়োগ করবে। বাকি ৭০ ভাগ অর্থ ঋণ নেয়া হবে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করবে। এর ফলে দেশে বিদ্যুতের ঘাটতি যেমন পুরন হবে তেমনি উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে আরও অনেক ধাপ।

বিষয়: বিবিধ

৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File