প্রতিশ্রুতিতেই নয়, বাস্তবায়নে বিশ্বাসী হয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ মে, ২০১৫, ০৭:২৩:২৮ সন্ধ্যা
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাসী। প্রতিশ্রুতি মোতাবেক প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করে যাচ্ছে সরকার। ২০২১ সালের মধ্যে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে সরকার। ২০০৮ সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন দেশে বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা ছিল মাত্র ৩ হাজার মেগাওয়াট। তখন লোডশেডিং ছিল নিত্যদিনের সঙ্গী। সেখান থেকে বর্তমান সরকারের আমলে বিদ্যুতের উত্পাদন ১০ হাজার মেগাওয়াটে এসেছে। বাংলাদেশকে লোডশেডিং মুক্ত করতে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণাবিক বিদ্যুত কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র ও সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উত্পাদন বৃদ্ধি করে চলেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশের দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন