বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ মে, ২০১৫, ০৮:১০:৪৩ রাত
বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। ২০২১ সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা ২৫ হাজারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তায় ১০ হাজার নতুন পুলিশ নিয়োগের কাজ চলছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ১০ হাজার নার্স নিয়োগ করা হচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি এখন বাংলাদেশের বাই সাইকেলও বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ চলছে। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি পাশ হয়েছে। বিদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নৌ বাহিনীকে একটি যুদ্ধ জাহাজ উপহার দিয়েছে। উন্নয়নের এরূপ ধারাবাহিকতা বজায় থাকলে অবশ্যই বাংলাদেশ উন্নয়নশীল দেশের খাতায় নাম লিখাবে, সে দিন বেশি দূরে নয়।
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভঙ্গবন্ধুর স্বপ্ন (দোষ) সব বাস্তবায়িত হবে।
ভাই পাগলাগারদে কি ছুটি চলতেছে?
মন্তব্য করতে লগইন করুন