ভাল্লাগেনা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ মে, ২০১৫, ০৭:৩৭:৪৩ সন্ধ্যা
আমি এক অধম। বাংলাদেশের উন্নয়নের কোন কিছুই আমার ভাল্লাগেনা। দেশের অচিন্তনীয় উন্নয়ন দেখে আমি ঈর্ষান্বিত, ব্যথিত। বিদ্যুতের ব্যাপক উন্নয়ন আমার ভাল্লাগেনা। গ্রাম বাংলার ঘরে ঘরে আলো দেখলে আমার অন্তর জ্বালা করে। ফ্লাইওভারে ঊর্ধ্বগামী যানবাহন দেখলে আমার ঘাড় ব্যথা হয়। শিক্ষার প্রসার ও উন্নয়নে নিজেকে মুর্খ বোধ করি। প্রশস্থ চার লেইন রাস্তা দেখলে আমার অন্তর সংকুচিত হয়। নয়ন জুড়ানো হাতিরঝিল আমার চক্ষুশূল। তথ্য প্রযুক্তির উন্নয়নকে আমি জঙ্গীবাদে কাজে লাগাই। দেশের মানুষের হাসি আনন্দ আমাকে গনবিমুখ করে। বিদেশীদের প্রশংসা আমাকে প্রজ্জলিত করে। দেশের উন্নয়নের কোন কিছুই আমার ভাল্লাগেনা। আমি বেঈমান, অতি নিকৃষ্ট, আমি অধম। এই আমিটা কে একটু ভাবুন!
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারীর প্রচারযন্ত্রকে কিভাবে পজিটিভ বললেন? নাকি নিজে পজিটিভ হতে যেয়ে হায়েনাকে বাহবা দিচ্ছেন?
নিজে নিজের কাছে মহান হতে মানবতার বিরুদ্ধে হিংস্রতাকে এওয়ার্ড দেওয়া মারাত্নক নেগেটিভ জিনিষ ভাই।
গল্প হলঃ পুলিশ এক ছাত্রকে ধরে প্রহারের সাথে সাথে গালিগালাজ করছিল, 'শু বাচা, কু বাচচা।
ছেলেটা জবাবে বলেছিল, হ্যা স্যার আমরা শু. বাচ্চা আর কু. বাচচা আর আপনারা আমাদের মা বাপ।।
পদ্মা সেতু, হল মার্ক, শেয়ারবাজার, গ্যাস সংযোগ, পহেলা বৈশাখ, ইডেনের ছত্রী বানিজ্য, সর্ব শেষ সুষ্ঠ্য সিটি নির্বাচন, তার পরেও আমাদের যদি ভালো না লাগে তাহলে কি করার আছে?
মন্তব্য করতে লগইন করুন